শুক্রবার, ৯ মার্চ, ২০১৮ ০০:০০ টা

বিএনপিকে বাদ দিয়ে নির্বাচনের নীলনকশা বাস্তবায়ন সম্ভব নয়

সারা দেশে অবস্থান কর্মসূচিতে বক্তারা

প্রতিদিন ডেস্ক

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত কারামুক্তি দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সারা দেশে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। এ সময় বক্তারা নেত্রীর জামিন নিয়ে কালক্ষেপণ ও বিএনপিকে বাদ দিয়ে নির্বাচনের নীলনকশা বাস্তবায়ন সম্ভব হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর—

টাঙ্গাইল : জেলার ভিক্টোরিয়া রোডে দলীয় কার্যালয়ের সামনে কর্মসূচি চলাকালে সামছুল আলম তোফার সভাপতিত্বে অ্যাড. ফরহাদ ইকবাল, আতাউর রহমান জিন্নাহ, মাহমুদুল হক সানু প্রমুখ বক্তৃতা করেন। বক্তারা নেত্রীর জামিন নিয়ে কালক্ষেপণ ও বিএনপিকে বাদ দিয়ে নির্বাচনের নীলনকশা বাস্তবায়ন সম্ভব হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। বরিশাল : সদর রোডে দলীয় কার্যলয়ের সামনে কর্মসূচিতে সভাপতিত্ব করেন অ্যাড. মজিবর রহমান সরোয়ার। বক্তৃতা করেন অ্যাড. বিলকিস জাহান শিরিন, এবায়দুল হক চাঁন, মেজবাহ উদ্দিন ফরহাদসহ অন্যরা। এ সময় বেগম জিয়ার মুক্তি এবং গণতন্ত্র রক্ষার আন্দোলনে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহবান জানানো হয়। কর্মসূচি উপলক্ষে সদর রোডসহ আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিলো।

বগুড়া : জেলা বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে ভিপি সাইফুল ইসলাম বলেন, ‘আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করে নির্দলীয় সরকার প্রতিষ্ঠা করা হবে।’ এছাড়া বক্তব্য রাখেন জয়নাল আবেদীন চাঁন, আলী আজগর তালুকদার হেনা, লাভলী রহমান প্রমুখ। নাটোর : সকালে বড়াইগ্রামের রাজাপুর বাজার এলাকায় ও সিংড়া দলীয় কার্যালয়ের সামনে অবস্থান চলাকালে বক্তব্য রাখেন অ্যাড. ইউসুফ আলী, দাউদার মাহমুদ, শামসুল আলম রনিসহ অন্যরা। পরে বিক্ষোভ মিছিল বের হয়ে রাজাপুর বাজার প্রদক্ষিণ করে। বক্তারা বলেন, বর্তমান স্বৈরশাসকের হাত থেকে দেশ ও  দেশনেত্রীকে মুক্ত করেই আগামী জাতীয় নির্বাচন হবে। নোয়াখালী : জেলা বার লাইব্রেরির সামনে কর্মসূচিতে গোলাম হায়দার ও অ্যাড. আবদুর রহমানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা অংশ নেন। বক্তারা বেগম জিয়ার মুক্তির জোর দাবি জানান।

কুমিল্লা : অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেন আমিন-উর-রশীদ ইয়াছিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোস্তাক মিয়া, মাহবুবুর রহমান ভুইয়া, আমীরুজ্জামান আমীর প্রমুখ।

নরসিংদী : জেলার চিনিশপুরে দলীয় কার্যলয়ের সামনে বিএনপি নেতা খায়রুল কবির খোকনের সভাপতিত্বে অবস্থান ধর্মঘটে বক্তৃতা রোকেয়া আহমেদ লাকী, মন্জুর এলাহী, ফারুক উদ্দিন ভূঞা প্রমুখ। শেরপুর : শহরের রঘুনাথবাজারে দলীয় কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচিতে মাহমুদুল হক রুবেলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইমরান সালেহ প্রিন্স। অন্যান্যের মধ্যে ছিলেন মামুনুর রশিদ পলাশ, আব্দুল আউয়াল চৌধুরী, অ্যাড. আব্দুল মজিদ বাদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী-সমর্থকরা।

লক্ষ্মীপুর : জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন নেতা-কর্মিরা। এ সময় উপস্থিত ছিলেন— সাহাবুদ্দিন সাবু, সাইদুর রহমান চুট্টু, হারুনুর রশিদ বেপারী প্রমুখ। তারা খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার রায়কে সাজানো উল্লেখ করে অবিলম্বে তার মুক্তির দাবি জানান।

চুয়াডাঙ্গা : শহরের শহীদ আবুল কাশেম সড়কের কার্যালয়ের সামনে পুলিশি বেষ্টনীর মধ্যে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। মজিবুল হক মালিক মজুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা। বক্তৃতা করেন রেজাউল করীম মুকুট, শহিদুল ইসলাম রতন প্রমুখ।

কুড়িগ্রাম : জেলা শহরের জাহাজ মোড়ে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচিতে বক্তৃতা করেন তাসভীর উল ইসলাম, সাইফুর রহমান রানা, আবু বক্কর সিদ্দিক প্রমুখ। নেতারা অবিলম্বে বেগম খালেদা জিয়ার কারামুক্তি দাবি করেন।

নীলফামারী : পৌর বাজারে দলীয় কার্যালয় প্রাঙ্গণে কর্মসূচি চলাকালে জহুরুল আলম, মাহবুব উর রহমান, আল নোমান পারভেজ কল্লোল প্রমুখ বক্তব্য দেন। কর্মসূচি শেষে কার্যালয় থেকে বেরিয়ে আসলে পুলিশের বাধার মুখে ছত্রভঙ্গ হয়ে পড়েন নেতাকর্মীরা। বরগুনা : নজরুল ইসলাম মোল্লার সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন অ্যাড. মো. হালিম, এজেড এম সালেহ ফারুক, গোলাম জাকারিয়া কিরনসহ বিএনপি ও                  অঙ্গ সংগঠনের নেতারা।

সর্বশেষ খবর