শুক্রবার, ৯ মার্চ, ২০১৮ ০০:০০ টা

‘সুষ্ঠু তদন্তের অভাবে জামাল হত্যার বিচার হচ্ছে না’

রাঙামাটি প্রতিনিধি

সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের অভাবে সাংবাদিক জামাল হত্যার বিচার হচ্ছে না বলে অভিযোগ করেছেন রাঙামাটির সাংবাদিক নেতারা। তারা বলেন, ‘দীর্ঘ ১১ বছর জামাল হত্যা মামলা আদালতে বিচারধীন থাকলেও কূলকিনারা হয়নি। রাঙামাটি প্রেস ক্লাবে জামাল হত্যার ১১ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তারা এ কথা বলেন। আনোয়ার আল হকের সভাপতিত্বে বক্তৃতা করেন— সুশীল প্রসাদ চাকমা, মো. আলী, কামাল উদ্দীন, দীপ্ত হান্নান ও নিহত জামালের বোন ফাতেমা জান্নাত মুমু। ২০০৭ সালে ৫ মার্চ নিখোঁজ হওয়ার পর ৬ মার্চ জামালের লাশ পাওয়া যায়। এ ব্যাপারে হত্যা মামলা করে পরিবার। জামাল বেসরকারি টিভি চ্যানেল এনটিভি, দৈনিক বর্তমান বাংলার রাঙামাটি প্রতিনিধি এবং স্থানীয় দৈনিক গিরিদর্পণের বার্তা প্রধান ছিলেন।

সর্বশেষ খবর