মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১৮ ০০:০০ টা

অতিষ্ঠ স্কুল-কলেজগামী ছাত্রীরা উদ্বেগ-উৎকণ্ঠায় অভিভাবক

চাঁপাইয়ে বেপরোয়া বখাটেপনা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন স্থানে বখাটেদের উৎপাতে অতিষ্ঠ স্কুল-কলেজগামী ছাত্রীরা। মেয়েরা ঘর থেকে বেড়িয়ে যাওয়ার পর না ফেরা পর্যন্ত উদ্বেগ-উৎকণ্ঠায় সময় কাটে অভিভাকদের। প্রকাশ্যে স্কুলগামী ছাত্রীদের শরীরে হাত দিতেও পিছপা হচ্ছে না বখাটেরা। স্থানীয় পুলিশ প্রশাসন বখাটেপনা রোধে অভিযানের আশ্বাস দিলেও বাস্তবে দেখা যায়নি। জানা যায়, জেলা শহরের ক্লাব সুপার মার্কেটের সামনে, গাবতলা মোড়, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে, সোনালী ব্যাংক প্রধান শাখার সামনে ও নবাবগঞ্জ সরকারি কলেজ সংলগ্ন কোচিং সেন্টারের আশপাশে রাস্তায় বখাটেদের আনাগোনা বেশি। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ক্লাব সুপুর মার্কেট, গাবতলা মোড়ের আশপাশে ও সোনালী ব্যাংক রোডে এবং বিকাল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কোচিং সেন্টারের সামনের রাস্তায় দুই-তিনজন করে মোটরসাইকেলে উঠে বেপরোয়া গতিতে চালায়। পৌনে ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শাখার ছুটি হয় এবং আরেক শাখার মেয়েরা স্কুলে যায়। ওই সময় পিঠে ব্যাগ ঝুলিয়ে দলে দলে বখাটেরা স্কুলগেটের আশপাশে অবস্থান নেয়। কেউ আবার ওই রাস্তা দিয়ে শুধুই বারবার আসা-যাওয়া করে। এছাড়া কোচিং শেষে মেয়েরা বাড়ি ফেরার সময় নানাভাবে উত্ত্যক্ত করা হয়। কয়েক দিন আগে এক বখাটে তার মোবাইল নম্বর লিখে একটি চিঠি ছুড়ে মারে ছাত্রীবোঝাই অটোতে। ওই চিঠি পেয়ে এক মেয়ে অভিভাবককে দেয়। চিঠিসহ এক সাংবাদিককে নিয়ে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে যান ওই অভিভাবক। বিষয়টি জানার পর কর্তব্যরত কর্মকর্তা থানায় লিখিত অভিযোগ দিতে বলেন। কিন্তু আইনি প্রক্রিয়ার জটিলতা ও পুলিশের বিভিন্ন প্রশ্নের উত্তরের বিড়ম্বনার ভয়ে আর থানায় যাননি তিনি। গত ৩১ জানুয়ারি পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ‘নারী ও শিশু নির্যাতন রোধে জেলা পুলিশের ভূমিকা’ বিষয়ক মতবিনিময় সভায় সাংবাদিকরা বখাটেদের উৎপাতের বিষয়টি অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খানকে জানান। তিনি ১ মার্চ থেকে ওই সব এলাকায় নিয়মিত অভিযান চালানোর আশ্বাস দিয়েছিলেন। কিন্তু সেটা এখন পর্যন্ত কথায় সীমাবদ্ধ রয়েছে। উল্লেখ্য, এর আগে কয়েক সংবাদকর্মী দল বেঁধে স্কুলগেটে বখাটেদের তৎপরতা রোধের উদ্যোগ নিলে কিছুদিন তারা নীরব ছিল।

 

 

সর্বশেষ খবর