মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১৮ ০০:০০ টা

দলিল লেখকদের টাকা নেতাদের পকেটে!

শেরপুর সাবরেজিস্ট্রার অফিসে উত্তেজনা

শেরপুর প্রতিনিধি

তিন মাস ধরে শেরপুর সদর অফিসে সাবরেজিস্ট্রার নেই। বিভিন্ন স্থান থেকে ধার করে সাবরেজিস্ট্রার এনে এই দীর্ঘ সময়ে মাত্র ৬/৭ কর্মদিবস অতি জরুরি কিছু দলিল সম্পাদন করা হয়েছে। তবে অফিসের নানা অব্যবস্থাপনার কারণে কোনো সাবরেজিস্ট্রার এখানে আসতে চান না। সর্বশেষ ১৮ কর্মদিবস দলিল করা বন্ধ থাকার পর গত রবিবার জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সাবরেজিস্ট্রার সোহেল রানাকে খণ্ডকালীন দায়িত্ব দিয়ে এখানে পাঠান। অফিস সূত্র জানায়, সোহেল রানা অফিসের দায়িত্ব পালনকালে প্রভাবশালী কিছু নেতা দলিল সম্পাদনে সাধারণ দলিল লেখকদের ভাগের টাকা নিয়ে যায়। এই নিয়ে রবিবার থেকে অফিসে উত্তেজনা বিরাজ করছিল। এ কারণে সোহেল রানা গতকাল অফিসেই আসেননি। নেতাদের টাকা ভাগাভাগি ও সাবরেজিস্ট্রার না আসায় এদিন সকাল থেকে অফিসে উত্তেজনা বিরাজ করে। দলির লেখকরা জানান, এমনিতে স্থায়ী অফিসার নেই। অফিসার না থাকায় আয়-রোজগারও নেই। তার উপর নেতাদের অত্যাচার। এদিকে দীর্ঘদিন পর দলিল সম্পাদনের খবরে অনেকে অফিসে এলেও উত্তেজনা ও অফিসার না থাকায় তারা কাজ না করেই ফিরে যান। দলিল লেখক সমিতির সভাপতি মতিউর রহমান মতিন জানান, স্থায়ী সাবরেজিস্ট্রার না থাকায় বিভিন্ন পক্ষ সুবিধা নিতে চায়। এখানে একজন সাবরেজিস্ট্রার পোস্টিং হলেই সমস্যা কেটে যাবে। এ বিষয়ে শেরপুর জেলা রেজিস্ট্রার সেলিম উদ্দিন বলেন, ‘তিনি ছুটিতে আছেন। অফিসে কি হয়েছে জেনে পরে জানাবেন।’

সর্বশেষ খবর