বুধবার, ১৪ মার্চ, ২০১৮ ০০:০০ টা

ক্লাসরুমে তালা দিয়ে পিকনিকে শিক্ষকরা

ময়মনসিংহ প্রতিনিধি

জেলার ত্রিশালের ২২টি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসরুমে তালা দিয়ে গতকাল শিক্ষকরা ড্রিম ভিলেজ পার্কে ‘পিকনিক’ করতে যান বলে অভিযোগ পাওয়া গেছে। সেখানে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা ভাইস চেয়ারম্যান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং সহকারী শিক্ষা কর্মকর্তা। এ দিন উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ও দিনভর ছিল তালাবদ্ধ। বন্ধ রাখা বিদ্যালয়গুলো হলো— কোনাবাড়ী, কোনাবাড়ী চরপাড়া, কোনাবাড়ী জিসি, বাগান, বাগান নূরজাহান, বাগান আজিজিয়া, আউলটিয়া, আউলটিয়া কামাল উদ্দিন, পাঁচপাড়া, চক পাঁচপাড়া, পাঁচপাড়া সরকারবাড়ী, অলহরী ইজারাবন্দ, চিকনা, চিকনা তয়কারপাড়, আনিস মান্নান, মঠবাড়ী উত্তর, অলহরী খারহড়, অলহরী দুর্গাপুর, অলহরী জয়দা, সতেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাড়াও ত্রিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ বলেন, সবাইকে একত্রিত করার জন্যই আমাদের এই অয়োজন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন বলেন, ‘মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতেই সেখানে যাওয়া হয়েছে। সারাদেশেই এমনটি হচ্ছে।’

সর্বশেষ খবর