বুধবার, ১৪ মার্চ, ২০১৮ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় ছয় শিশুসহ নিহত ১১

প্রতিদিন ডেস্ক

দিনাজপুর, ভোলা, পটুয়াখালীর কলাপাড়া, মাদারীপুর, কুড়িগ্রাম ও বান্দরবানের লামায় সড়কে প্রাণ হারিয়েছেন ১১ জন। গতকাল এ সব দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ছয় শিশু রয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর— দিনাজপুর :  দিনাজপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন শিশু নিহত হয়েছেন। এই ঘটনায় একজন আহত হয়েছে। নিহতরা হলো— ঘোড়াঘাট উপজেলার বলাহার গ্রামের নুরুজ্জামানের ছেলে হাসিবুর রহমান (১২), হরলাকুর গ্রামের সামছুর রহমানের দুই ছেলে ইমরান মিয়া (১৩) ও তার ভাই মিলন মিয়া (১১)। বলাহার গ্রামের নুর মোহাম্মাদের ছেলে আহত খাদেমুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন। গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।  মাদারীপুর : রাজৈর উপজেলার নয়াকান্দি এলাকায় গতকাল ট্রাকচাপায় মীম আক্তার (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। কুড়িগ্রাম : জেলার ধরলা সেতু রোডে মজিদা কলেজের সামনে কার্গোর নিচে চাপা পড়ে রিফাত (৮) নামের এক শিশু নিহত হয়েছে। রিফাত ধরলা সেতু এলাকার সওদাগর পাড়ার জালাল উদ্দিনের ছেলে। এ ঘটনায় আহত হয়েছে রাকিব (৯) নামে আরেক শিশু। লামা : বান্দরবানের লামায় মিনি ট্রাকের চাপায় উম্মে হাবিবা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। হাবিবা লামার ফাইতং ইউনিয়নের বড় মুসলিম পাড়ার বেলালের মেয়ে। ভোলা : সদর উপজেলার বাংলাবাজার এলাকায় ভোলা-চরফ্যাশন সড়কে গতকাল ট্রাকের ধাক্কায় অটোরিকশা যাত্রী আব্দুর রাজ্জাক ও সোহাগ নিহত হয়েছেন। এ সময় আহত হন অপর দুই যাত্রী। এদিকে একই দিন ভোলা-ইলিশা সড়কের হাজিরহাটে ট্রলির ধাক্কায় শফিক নামে এক যুৃবকের মৃত্যু হয়েছে। কলাপাড়া : পটুয়াখালীর কলাপাড়ায় সাকুরা পরিবহনের একটি বাসের ধাক্কায় বিউটি বেগম ও নুর জাহান নামে দুই পথচারীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে নুরজাহানের দুই বছরের শিশু জিহাদ।

সর্বশেষ খবর