বুধবার, ১৪ মার্চ, ২০১৮ ০০:০০ টা

কুমিল্লায় মা-শিশুর রহস্যজনক মৃত্যু

অসুস্থ আরও ৫

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মনোহরগঞ্জে মা ও শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ হয়ে আরও পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন। মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের বিনয়ঘর বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে। খালেদা আক্তার খুশি (২০) ও তার তিন মাস বয়সী মেয়ে ফারজানা আক্তার ফারিয়ার মৃত্যু হয়েছে। মৃতদের পরিবারের দাবি, বাড়িতে বসানো টিউবওয়েলের পানি পানের পর তারা অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় সূত্র জানা যায়, সোমবার অসুস্থ হলে হাসপাতালে নেওয়ার পথে শিশু ফারজানা মারা যায়। এরপর তার মা খালেদা আক্তার খুশিকে কুমিল্লা মেডিকেলে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান। পরিবারের অন্য সদস্যরা হলেন— ফরিদা বেগম (৫০), সুলতান মিয়া (৫৫), হারুনুর রশিদ (৩০), কুদ্দুস (২৫) ও নাঈম (১০)।  মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহজাহান সরকার বলেন, টিউবওয়েলের পানি পান করে কীভাবে তিন মাস বয়সী দুধের শিশুর মৃত্যু হবে। টিউবওয়েলের পানি পান করা ছাড়া অন্য কোনো কারণ আছে কিনা তদন্ত করে দেখা হচ্ছে। নিহতদের স্বজন আবদুল মান্নান জানান, গত ৩ মার্চ বাড়িতে স্থাপন করা টিউবওয়েলের পানি পান করে হারুনুর রশিদ অসুস্থ হলে তাকে কুমিল্লা মেডিকেলে ভর্তি করা হয়। হারুন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে দেখেন অন্যদের অবস্থাও খারাপ। স্থানীয়রা কবিরাজের মাধ্যমে অসুস্থদের ঝাড়ফুঁক করে। কবিরাজ বাড়ির সবকিছু পরিবর্তনের পরামর্শ দিয়ে চলে যায়। ১২ মার্চ অবস্থার অবনতি হলে হাসপাতালে আনার পথে মারা যায় তিন মাস বয়সী শিশু ফারিয়া এবং চিকিৎসাধীন অবস্থায় তার মা খুশি মারা যান। মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আসলাম জানান, বিনয়ঘরের স্বাস্থ্যকর্মীকে পাঠানো হয়েছে। পানি পরীক্ষা শেষে বোঝা যাবে আসলে সমস্যাটা কোথায়। এখন পর্যন্ত স্বাস্থ্যকর্মীরা আমাকে কিছু জানাতে পারেননি। অসুস্থ হয়ে মা ও শিশু কী কারণে মারা গেল, সঠিক বিষয়টি জানতে পারলে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর