বুধবার, ১৪ মার্চ, ২০১৮ ০০:০০ টা

শিক্ষক আতঙ্কে স্কুল ছাড়ছে শিক্ষার্থীরা

কিশোরগঞ্জ প্রতিনিধি

পাকুন্দিয়া উপজেলার দিগাম্বরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ইমাম হোসেন রনি প্রায় এক সপ্তাহ ধরে বিদ্যালয়ে যাচ্ছে না। একদিন পড়া না পারার কারণে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোমেন মোছলে উদ্দিন ভূঞা শ্রেণিকক্ষে তাকে বেদম পিটুনি দেন। বিদ্যালয়ের কোচিং ক্লাসে দেরিতে যাওয়ার কারণে গত শনিবার একই শ্রেণির ছাত্রী ফাতেমাকেও বেদম বেত্রাঘাত করেন। মার খেয়ে বই রেখেই সে বাড়িতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে। পরে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। কৃষক বাচ্চু মিয়া বলেন, মোমেন মাস্টারের নির্যাতনের কারণে তিন মাস আগে তার ছেলেকে অন্য বিদ্যালয়ে নিয়ে গেছেন। মোমেন মোছলে উদ্দিন ভূঞা বলেন, এটি তার বিরুদ্ধে ষড়যন্ত্র। উপজেলা শিক্ষা কর্মকর্তা বলেন, শিক্ষার্থীদের কোনো প্রকার শারীরিক ও মানসিক নির্যাতন করা যাবে না মর্মে মন্ত্রণালয়ের পরিপত্র রয়েছে। অভিযোগের বিষয়ে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর