বুধবার, ১৪ মার্চ, ২০১৮ ০০:০০ টা

এক পলক

‘অসমাপ্ত আত্মজীবনী’ বিতরণ জামালপুরে

বঙ্গবন্ধুর আদর্শ সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে জামালপুর সদর উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষার্থী এবং স্থানীয় ছাত্রলীগ ও যুবমহিলা লীগের কর্মীদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিতরণ করা হয়েছে। গত তিন দিন ধরে জেলা আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন এ বই বিতরণ করেন। তিন দিনে এক হাজার ৩০০ কপি বই বিতরণ করা হয়েছে বলে জানা গেছে।

—জামালপুর প্রতিনিধি

প্রতীক বরাদ্দ

হালুয়াঘাট উপজেলার পৌরসভা নির্বাচনে গতকাল প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। মেয়র পদে আওয়ামী লীগের খায়রুল আলম ভূঁইয়া নৌকা, বিদ্রোহী আবদুল মোতালেব জগ, প্রশান্ত কুমার সাহা মোবাইল, বিএনপির আবদুল হামিদ ধানের শীষ, বিদ্রোহী নাদিম আহমেদ কম্পিউটার ও স্বতন্ত্র প্রার্থী সালেহ আহম্মেদ নারিকেল গাছ প্রতীক পেয়েছেন। ২৯ মার্চ ভোট গ্রহণ। —হালুয়াঘাট প্রতিনিধি

মতবিনিময় সভা

রূপগঞ্জের পার্শ্ববতী ডেমরায় ট্রাফিক পুলিশের মতবিনিময় সভা হয়েছে। হাজী হোসেন প্লাজা প্রাঙ্গণে এ সভায় ডিএমপির ট্রাফিক পূর্ব বিভাগের উপ-পুলিশ কমিশনার ড. এএইচএম কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। উপস্থিত ছিলেন যুগ্ম পুলিশ কমিশনার মফিজ উদ্দিন আহম্মেদ, এএসএম মুক্তারুজ্জামান, এডিসি (প্রশাসন) শাহ ইফতেখার আহম্মেদ, টিআই বিপ্লব ভৌমিক, টিআই মনির প্রমুখ। —রূপগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর