বুধবার, ২১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

উন্নয়নশীলের মর্যাদা লাভে খুশির জোয়ারে ভাসছে দেশ

প্রতিদিন ডেস্ক

জাতিসংঘ বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদা দেওয়ায় সারা দেশে বইছে খুশির জোয়ার। এর অংশ হিসেবে গতকাল জেলায় জেলায় নানা কর্মসূচি আয়োজন করা হয়। এর মধ্যে ছিল সংবাদ সম্মেলন, আনন্দর‌্যালি, আলোচনা সভা। বক্তারা বর্তমান সরকারের নানা সফলতার কথা তুলে ধরেন। এছাড়া ২২ ও ২৩ মার্চ আরও কর্মসূচি ঘোষণা করেন। প্রতিনিধিদের খবর— খুলনা : খুলনায় ছয় দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন। ২০-২৫ মার্চ রাখা হয়েছে সংবাদ সম্মেলন, আনন্দ র‌্যালি, আলোচনা সভা ও প্রদর্শনী। গতকাল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিসি আমিন উল আহসান। এ সময় নূর-ই-আলম, ম. জাভেদ ইকবাল, মল্লিক সুধাংশু প্রমুখ উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ : ডিসি কার্যালয় থেকে বের হওয়া শোভাযাত্রায় নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন। র‌্যালিতে অংশ নেন চৌধুরী এমদাদুল হক, মাহাবুব আলী খান, শান্তি মণি চাকমা। পরে সম্মেলনে বিভিন্ন প্রশ্নের জবাব দেন আব্দুলাহ আল বাকী ও হাসিবুল হাসান। বগুড়া : জেলা প্রেস ক্লাবে ব্রিফিং করেন সিনিয়র তথ্য অফিসার মজিবর রহমান। তিনি জানান, স্বল্পোন্নত থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে উঠার যোগ্যতা অর্জনের স্বীকৃতি পেয়েছে। ২০২৪ সালে আনুষ্ঠানিক উত্তরণ ঘটবে। সাফল্যগাঁথা অর্জনটি আনুষ্ঠানিকভাবে ২২ মার্চ বৃহস্পতিবার পালন করবে সরকার। ময়মনসিংহ : জেলা তথ্য অফিসের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এ সময় বক্তৃতা করেন, ডিসি ড. সুভাষ চন্দ্র। তিনি বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণ করার বার্তা সাধারণ মানুষকে পৌঁছে দিতে সংবাদ কর্মীদের আহবান জানান। বাগেরহাট : জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তৃতা করেন তথ্য কর্মকর্তা মোহাম্মাদ ফরিদ উদ্দীন। বক্তব্য রাখেন মামুন-উল-হাসান, আহাদ উদ্দিন হায়দার। পাভেল দাসের সঞ্চালনায় মোজাফফর আহমেদসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গা : শিল্পকলা একাডেমি চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ছিলেন— তরিকুল ইসলাম, খোদাদাদ হোসেন, সামসুল আবেদিন খোকন। লক্ষ্মীপুর : জেলা তথ্য অফিসে সংবাদ সম্মেলনে জানানো হয়, উন্নয়নের অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এখন বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে দেশ আর্থ সামাজিক উন্নয়নের বিভিন্ন সূচকে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র, মঞ্জুরুল ইসলাম, মোহাম্মদ নুরুজ্জামান প্রমুখ। সাতক্ষীরা : জেলা শিল্পকলা একাডেমির হলরুমে আলোচনাসভায় আব্দুল লতিফ খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা প্রশাসক ইফতেখার হোসেন। উপস্থিত ছিলেন কাজী আব্দুল মান্নান, আব্দুল হান্নান, অধ্যক্ষ আবু আহমেদ। ঠাকুরগাঁও : জেলা প্রশাসন ও তথ্য অফিসের আয়োজনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তৃতা করেন জেলা তথ্য অফিসার হাসান পারভেজ। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আখতারুজ্জামান। নোয়াখালী : সংবাদ সম্মেলনে বাংলাদেশের অগ্রযাত্রায় বিভিন্ন বিষয় তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রউফ মণ্ডল। খাগড়াছড়ি : তথ্য অফিসের উদ্যোগে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন এটিএম কাউছার হোসেন, ড. গোফরান ফারুকী, চৌধুরী আতাউর রহমান রানা।

এ সময় ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্র অর্জন ও ৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

নাটোর : ডিসি অফিসে সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক শাহিনা খাতুন বর্তমান সরকারের বিভিন্ন সাফল্য তুলে ধরেন। জানান, বাংলাদেশের অভাবনীয় ও অপ্রতিরোধ্য উন্নয়নে জাতিসংঘের স্বীকৃতিকে মাইল ফলক হিসেবে চিহ্নিত করে রাখতে ২২ মার্চ নাটোরে নানা কর্মসূচি পালন করা হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন রাজ্জাকুল ইসলাম, মুনীরুজ্জামান ভূঞা প্রমুখ।

সর্বশেষ খবর