বুধবার, ২১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

খুনের জেরে বাড়িঘরে তাণ্ডব পুরুষশূন্য গ্রাম

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লক্ষ্মীপুর গ্রামে এখন সুনসান নীরবতা। একটি হত্যার ঘটনাকে কেন্দ্র করে বাড়িঘরে তাণ্ডবের পর প্রায় পুরুষশূন্য হয়ে পড়েছে গ্রামটি। বসানো হয়েছে অস্থায়ী পুলিশ ক্যাম্প। গ্রামটির অর্ধশতাধিক বাড়িতে রয়েছে ক্ষত চিহ্ন। নারী-শিশুরা বাড়িতে অবস্থান করলেও রয়েছেন চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায়। ক্ষতিগ্রস্তরা জানান, বাড়িঘরে শুধু হামলাই নয়, লুটপাটও হয়েছে। অধিকাংশ ঘরে কোনো জিনিসপত্র নেই। বেশিরভাগ বাড়ি এখন তালাবদ্ধ। কিছু বাড়িতে নারী-শিশুরা থাকলেও তাদের মনে উদ্বেগ-উৎকণ্ঠা। স্থানীয় ইউপির সাবেক চেয়ারম্যান ইদ্রিস মিয়ার বাড়ি হিরামনি নামে এক নারী জানান, তারা আতঙ্কে আছেন। ঘটনার সঙ্গে তাদের পরিবারের কেউ জড়িত না থাকলেও আক্রান্ত হয়েছেন। একজনকে পুলিশ ধরে নিয়ে গেছে। কাতাইরাবাড়ির জহর মিয়ার স্ত্রী হাসনা জানান, তার স্বামী চলাফেরা করতে পারেন না। এক ছেলে দেশের বাইরে থাকে। খুনের ঘটনায় তারা কেউ জড়িত নয়। এরপরও তাদের বাড়িতে হামলা ও লুটপাট হয়েছে। অস্থায়ী পুলিশ ক্যাম্পের দায়িত্বে থাকা নবীনগর থানার এসআই মাহবুবুর রহমান জানান, এলাকায় এখন আর কোনো সমস্যা নেই। পরিস্থিতি স্বাভাবিক আছে। তবে মামলা থাকায় গ্রামের পুরুষ সদস্যদের বেশিরভাগ এখন এলাকায় নেই।

উল্লেখ্য, লক্ষ্মীপুর গ্রামের আরশ আলীর গোষ্ঠী ও কাতাইরা বাড়ির গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে গত ৩ মার্চ বৈঠক হওয়ার কথা। কিন্তু ২ মার্চ দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এর জেরে প্রতিপক্ষের হামলায় নিহত হন আরশ আলীর গোষ্ঠীর দুলাল মিয়া। হত্যার ঘটনাকে কেন্দ্র করে কাতাইরাবাড়ি গোষ্ঠীর অর্ধশতাধিক বাড়িঘরে হামলা হয়।

সর্বশেষ খবর