বুধবার, ২১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

আখাউড়া দিয়ে বাংলাদেশ-ভারত ট্রানজিট চালান সমপন্ন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ভারতের সেভেন সিস্টার্সের অন্যতম প্রবেশদ্বার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। দেশের বৃহত্তম এ বন্দর দিয়ে গতকাল বাংলাদেশ-ভারত ট্রানজিট প্রক্রিয়ায় ট্রানজিট পণ্য ভারতের স্টিল পাইপের চালান সমপন্ন হয়েছে। সিএন্ডএফ এজেন্ট মেসার্স আদনান ট্রেড ইন্টারন্যাশনালের মালিক আক্তার হোসেন জানান, মঙ্গলবার দুপুরে আখাউড়া স্থলবন্দর দিয়ে ট্রানজিট পণ্যের              চালানটি সম্পন্ন হয়েছে।

১৪ মার্চ থেকে টানা সাত দিনে ৫৫৬ দশমিক ৯৭ মেট্রিন টন স্টিল পাইপ গেছে ভারতের ত্রিপুরায়।

ট্রানজিট পণ্যের দায়িত্বে থাকা লজিস্টিক ম্যানেজার নুরুজ্জামান জানান, সব মিলিয়ে টনপ্রতি ১৯২ দশমিক ২২ টাকা হারে এই ট্রানজিট পণ্য থেকে বাংলাদেশ সরকার রাজস্ব আয় করেছে এক লাখ সাত হাজার টাকা।

উল্লেখ্য, গত ১ মার্চ কলকাতার খিদিরপুর নৌবন্দর থেকে ছেড়ে আসা এমভি-৩ নামে একটি ভারতীয় জাহাজ ট্রানজিট পণ্যের প্রায় ৫৫৭ মেট্রিক টন স্টিল পাইপ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দরে নোঙর করে।

সর্বশেষ খবর