বুধবার, ২১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

এক পলক

চরফ্যাশনের উন্নয়নে ৫২৩ কোটি টাকা বরাদ্দ

চরফ্যাশনের উন্নয়নে গতকাল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫২৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বকসি ও বাবুর হাট লঞ্চঘাট ও চর কুকরি-মুকরি বেড়িবাঁধ সংরক্ষণের জন্য এই বরাদ্দ দেওয়া হয়েছে। জানা যায়, একটি উপজেলায় এতো টাকা একসঙ্গে বরাদ্দ দেওয়া বাংলাদেশের ইতিহাসের এই প্রথম। পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির ঐকান্তিক প্রচেষ্টায় এটা সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একনেকে এই বিশাল বরাদ্দ দেওয়ায় আনন্দিত চরফ্যাশনবাসী।

—চরফ্যাশন প্রতিনিধি

২৪ মার্চ রাজধানী থাকবে এরশাদের দখলে

আগামী ২৪ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশ থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ রাজনীতির ভিন্ন বার্তা দেবেন বলে মন্তব্য করেছেন পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাজি মো. আনোয়ার হোসেন। গতকাল ফরিদপুর সদর উপজেলা পার্টির কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি বলেন, ২৪ মার্চ জাতীয় রাজনীতির টার্নিং পয়েন্ট। ওই দিন মহাসমাবেশকে কেন্দ্র করে ঢাকার রাজপথ থাকবে পল্লীবন্ধু এরশাদের দখলে। —ফরিদপুর প্রতিনিধি

শিক্ষক সমাবেশ

ময়মনসিংহে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ জাতীয়করণের দাবিতে শিক্ষক সমাবেশ ও আলোচনাসভা করেছে বিভাগীয় বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি। গতকাল দুপুরে নগরীর তারেক স্মৃতি অডিটরিয়ামে এ সমাবেশ হয়। সমাবেশে শামছুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শেখ শামীম কামাল। এ সময় আবু আহাম্মদ সাইফুল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আ.স.ম জাফর ইকবাল, আশ্রাফুল আলম। —ময়মনসিংহ প্রতিনিধি

আসন পুনর্বহাল দাবি

কুমিল্লা-১ দাউদকান্দি-মেঘনা সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। গতকাল দুপুরে মানিকার চর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সমাবেশে প্রধান অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী সুমন (অব.)। মেঘনা উপজেলা চেয়ারম্যান আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দাউদকান্দি পৌরমেয়র নাইম ইউসুফ সেইন, অ্যাড. আহসান হাবিব চৌধুরী, রকিব উদ্দিন রকিব, মজিবুর রহমান মজিব, আলমগীর রহমান, আবদুল্লাহ আল বাকী, আবুল কাশেম ইটালী, গাজী দেলোয়ার হোসেন, খন্দকার শাহ জাহান, সাইফুল মিয়াজী প্রমুখ।

—দাউদকান্দি প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর