বুধবার, ২১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

কুমিল্লায় প্রধান শিক্ষককে পেটালো ছাত্ররা

ছাত্রী উত্ত্যক্তে নিষেধের জের

কুমিল্লা প্রতিনিধি

ছাত্রী উত্ত্যক্তে নিষেধের জেরে বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমির হোসেনকে পিটিয়ে আহত করে বিদ্যালয়ের ছাত্ররা। এ ঘটনার পরদিন মঙ্গলবার আবারো ওই ছাত্ররা বিদ্যালয়ের প্রধান শিক্ষককেও মারধর করে। ঘটনাটি ঘটেছে কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার উচ্চ বিদ্যালয়ে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ ও আতংক বিরাজ করছে। হামলাকারীরা হচ্ছে এসএসসির টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হওয়া শিক্ষার্থী মো. হালিম, মো. শাহীন, মো. যোবায়ের,  মো. জিহাদসহ ৫ ছাত্র। জানা যায়, এসএসসি পরীক্ষার আগে বিদ্যালয়ের মডেল টেস্ট পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের বিদ্যালয়ের ২য় তলায় ক্লাস নেওয়া হতো। তাদের ক্লাসের পাশেই ছিল নবম শ্রেণির ছাত্রছাত্রীদের শ্রেণিকক্ষ। মডেল টেস্টে অকৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে কয়েক ছেলে তাদের উত্ত্যক্ত করে এমন অভিযোগের ভিত্তিতে প্রথমে অভিযুক্ত শিক্ষার্থীদের সতর্ক করে দেন, পরে কাজ না হওয়ায় জরুরি সভা ডেকে মেয়েদের শ্রেণিকক্ষ পরিবর্তন করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে উঠে মডেল টেস্ট পরীক্ষায় অকৃতকার্য কয়েক ছেলে। তারা বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমির হোসেনকে শিক্ষকদের বসার রুমে এসে মারধর করে। এ সময় ওই শিক্ষক প্রধান শিক্ষক আবদুল হকের কক্ষে গিয়ে আশ্রয় নেন। পরে খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার বিচারের জন্য আগামী শনিবার এ বিষয়ে বিচার করার দিন নির্ধারণ করা হয়। পরে মঙ্গলবার নিমসার সংলগ্ন কোরপাই এলাকার মৃত আবুল বাশারের ছেলে আব্দুল হালিম স্কুলের প্রধান শিক্ষকের অফিস কক্ষে ঢুকে প্রধান শিক্ষককে চড়-থাপ্পড়, কিল-ঘুষি দিয়ে লাঞ্ছিত করে। অফিস কক্ষে থাকা অফিস সহকারী, দপ্তরী, দুজন শিক্ষক ও অভিভাবকরা তখন চিৎকার করলে ওই শিক্ষার্থী পালিয়ে যায়। বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান বলেন, বিষয়টি অবগত আছি। খুবই দু:খজনক ঘটনা। কিছু বখাটে বেপরোয়া শিক্ষার্থী শিক্ষকদের ওপর হামলা করেছে। এ বিষয়ে পুলিশের সঙ্গে কথা হয়েছে। ক্ষতিগ্রস্ত শিক্ষকরা মামলা করলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর