শিরোনাম
বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১৮ ০০:০০ টা

এক রশিতে শ্যালিকা দুলাভাইয়ের লাশ

মানিকগঞ্জে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা

প্রতিদিন ডেস্ক

ঝিনাইদহে এক রশিতে ঝুলন্ত অবস্থায় শ্যালিকা-দুলাভাইয়ের লাশ উদ্ধার করা হয়েছে। মানিকগঞ্জ ও বাগেরহাটে স্কুলছাত্রসহ দুজন খুন হয়েছেন। ভোলার চরফ্যাশনে উদ্ধার হয়েছে বৃদ্ধের লাশ। প্রতিনিধিদের খবর— ঝিনাইদহ সদর উপজেলার পূর্ব তেঁতুলবাড়িয়া গ্রামে একই রশিতে গাছে ঝুলন্ত অবস্থায় গতকাল শ্যালিকা-দুলাভাইয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতরা হলেন— পূর্ব তেঁতুলবাড়িয়া গ্রামের মন্টু মোল্লার ছেলে বিল্লাল হোসেন (২৫) ও সাখাওয়াত হোসেনের মেয়ে কলি খাতুন (১৪)। কলি অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। স্থানীয় ঘোড়শাল ইউপি চেয়ারম্যান জানান, চার বছর আগে বিল্লাল হোসেনের সঙ্গে কলির বোন পিংকির বিয়ে হয়। তাদের দুই বছরের একটি সন্তান রয়েছে। এরমধ্যেই বিল্লালের সঙ্গে কলির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ১০ দিন আগে তারা পালিয়ে গিয়েছিলেন। মানিকগঞ্জ : মানিকগঞ্জ পৌরসভার পৌলী এলাকায় দশম শ্রেণির ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ছাত্রের নাম রাকিব (১৭)। তিনি পৌলী গ্রামের খলিলুর রহমানের ছেলে। পরিবার জানায়, মঙ্গলবার রাত ৯টার দিকে রাকিবকে বাড়ি থেকে ডেকে নেয় কান্দাপৌলী গ্রামের এক ছেলে। কিছুক্ষণ পর পৌলী স্কুলমাঠের পাশে ভুট্টা খেতে তাকে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়। ঢাকা মেডিকেলে নেওয়ার পথে রাতেই তার মৃত্যু হয়। বাগেরহাট : ফকিরহাটে ভাতিজার লাঠির আঘাতে চাচা কওসার মোড়ল (৫৫) নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়। কওসার ফকিরহাট উপজেলার কামটা গ্রামের কাছেম মোড়লের ছেলে। পুলিশ জানায়, কওসারের সঙ্গে তার বড় ভাই মহসিনের ছেলে মাসুমের পূর্ববিরোধ ছিল।  চরফ্যাশন : ভোলার চরফ্যাশন উপজেলায় একটি নির্মাণাধীন ভবন থেকে গতকাল জব্বার মাস্টার (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জব্বার চরফ্যাসন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। স্থানীয় সূত্র জানান, মঙ্গলবার এশার নামাজ পড়তে গিয়ে আর বাড়ি ফেরেননি তিনি। এ সময় তার মোবাইল ফোনটিও বন্ধ ছিল।

সর্বশেষ খবর