বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১৮ ০০:০০ টা

নেশার টাকা না পেয়ে চার ছাত্রকে পেটাল ছাত্রলীগ!

পাবনা প্রতিনিধি

নেশার টাকা না পেয়ে চার সাধারণ ছাত্রকে মারপিটের পর আটকে রেখে শিবির কর্মী আখ্যা দিয়ে পুলিশে সোপর্দ করার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে। এ নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ছাত্রলীগ নেশার টাকার কথা অস্বীকার করে ওই চার শিক্ষার্থীকে শিবির কর্মী দাবি করেছেন। পুলিশে সোপর্দকৃতরা হলেন— বাংলা বিভাগের সজীব হোসেন, জাকির হোসেন, আরিফ হোসেন ও পদার্থ বিদ্যার হীরা।

সদর থানার ওসি জানান, আটকরা শিবির কর্মী কিনা যাচাইবাছাই চলছে। ওই চার শিক্ষার্থীর কয়েক সহপাঠি জানান, মঙ্গলবার বেলা ১২টার দিকে তারা কেন্দ্রীয় লাইব্রেরিতে গ্রুপস্টাডি করছিলেন। এ সময় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি মাহমুদ চৌধুরী আসিফের অনুসারী কয়েকজন মাদকাসক্ত তাদের কাছে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে হামলা চালায়। ব্যাপক মারপিট শেষে তাদের লাইব্রেরির একটি কক্ষে তিন ঘণ্টা আটক রাখার পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে শিবির কর্মী আখ্যা দিয়ে পুলিশে সোপর্দ করে। পাবিপ্রবি প্রক্টর আওয়াল কবির জয় বলেন, ‘আমার জানামতে তারা শিবির কর্মী নন, সাধারণ শিক্ষার্থী। তাদের কাছে নেশার জন্য টাকা চাওয়ার বিষয়ে আমার জানা নেই।’ বাংলা বিভাগের চেয়ারম্যান আরিফ ওবায়দুল্লহ বলেন, ‘বাহ্যিকভাবে দেখে তারা শিবির কর্মী বলে কখনো মনে হয়নি। গোপনে কে কি করেন, সেটাতো বলা সম্ভব নয়।’ এ বিষয়ে জানতে ভিসি ড. রোস্তুম আলীকে ফোন করলে তিনি পরে কথা হবে বলে সংযোগ বিচ্ছিন্ন করেন।   

সর্বশেষ খবর