দীর্ঘ ১৭ বছর পর আজ ঠাকুরগাঁও আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ দিন বিকালে তিনি ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড়মাঠে জনসভায় ভাষণ দেবেন। এছাড়া ৬৮টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে ঠাকুরগাঁও। তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাদেক কুরাইশী বলেন, এ বারের জনসভায় পাঁচ লাখেরও বেশি মানুষের সমাগম ঘটানো হবে। পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢাকতে ইতোমধ্যে আইনশৃখলা বাহিনী মাঠে নেমেছে। রাস্তায় রাস্তায় চেকপোস্টসহ কড়া নজরদারিতে রয়েছে পুলিশ, র্যাব সদস্যরা। উল্লেখ্য, প্রধানমন্ত্রী ২৯ মার্চ বেলা সাড়ে ১১টায় বিজিবি ঠাকুরগাঁও সেক্টর হেডকোয়াটার মাঠে হেলিকপ্টারে অবতরণ করবেন এবং বিকাল সাড়ে ৪টায় ঢাকার উদ্দেশে রওনা দেবেন বলে জানা গেছে।