বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১৮ ০০:০০ টা

গোপালগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

গোপালগঞ্জে ঘোড়দৌড় প্রতিযোগিতা। মঙ্গলবার বিকালে তোলা ছবি —বাংলাদেশ প্রতিদিন

গোপালগঞ্জের বলাকইড় বিলে হয়ে গেল গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। স্বাধীনতা দিবস উপলক্ষে মঙ্গলবার বিকালে এ অনুষ্ঠানের আয়োজন করেন করপাড়া ইউনিয়নবাসী। প্রতিযোগিতায় নয়টি ঘোড়া অংশ নেয়।

প্রতিযোগিতার আয়োজক করপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান মজিবর বেগ বলেন, কালের বিবর্তনে ঘোড়দৌড় হারাতে বসেছে। মানুষকে আনন্দ দিতে এ আয়োজন করা হয়েছে।

ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান সিকদার বলেন, ‘মাদক যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। এ প্রতিযোগিতার মাধ্যমে কিছু সময়ের জন্য যুবকদের ধরে রাখার জন্য ইউনিয়নবাসীর পক্ষে আমাদের এ প্রচেষ্টা।’

সর্বশেষ খবর