বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১৮ ০০:০০ টা

গোমতীতে ধরা পড়ল ২৭ কেজির বাঘাইড়

কুমিল্লা প্রতিনিধি

গোমতীতে ধরা পড়ল ২৭ কেজির বাঘাইড়

কুমিল্লায় গোমতী নদীতে ধরা পড়ল ২৭ কেজি ওজনের বাঘাইড় মাছ। জেলে মাছটি নগরীর রাজগঞ্জে নিয়ে এলে ক্রেতার ভিড় জমে। কম পানির গোমতী নদীতে মাছটি ধরা পড়ায় বিস্মিত সবাই। মাছটির ক্রেতা নাট্যকার শাহজাহান চৌধুরী জানান, ২৭ কেজি ওজনের বাঘাইড় মাছ কিনতে অনেকেই হাজির হন। প্রতি কেজি মাছ বিক্রি হয় দুই হাজার ২০০ টাকায়।

আদর্শ সদর উপজেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যায় বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে গোমতী নদীর নিচু এলাকা দাউদকান্দির দিক থেকে মাছটি উঠে এসেছে। বাঘাইড় সুস্বাদু মাছ। তাই এর চাহিদাও বেশি।’

সর্বশেষ খবর