শুল্কমুক্ত আমদানিকৃত চালে বাজার সয়লাব থাকায় হুমকির মুখে দেশীয় চালকল শিল্প—এমন দাবি শেরপুর চালকল মালিক সমিতি নেতাদের। জেলা শহরের বটতলায় চালকল মালিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তারা এ দাবি তোলেন। বলেন, শুল্কমুক্ত চাল আমদানির ফলে কম দামে ভারতসহ বিভিন্ন দেশ থেকে হু হু করে চাল বাজারে আসছে। আমদানিকৃত চালের দাম তুলনামূলক কম বলে দেশীয় চালের চাহিদা কমে গেছে। এ কারণে তারা আজ লোকসানের মুখে। চাতালমালিক নেতাদের ভাষ্য, চাল আমদানির উপর শুল্ক বসালে এই সমস্যার সমাধান হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রওশন। সমিতির সভাপতি আশরাফুল আলম তালুকদারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র ও মিলমালিক গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, হায়দার আলী, দুলাল মিয়া প্রমুখ।