বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১৮ ০০:০০ টা

এক পলক

এসআইকে ছুরিকাঘাত মাদক বিক্রেতার

ময়মনসিংহের গৌরীপুর থানার এসআই আসাদুজ্জামান আসাদ (৪০) মাদক বিক্রেতার ছুরিকাঘাতে আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার পুরাতন জেলখানা এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে ওই এসআই ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন। পুলিশ জানায়, কয়েকজন মাদক কেনাবেচা ও সেবন করছে এমন খবরে এসআই আসাদ ঘটনাস্থলে অভিযান চালান। এ সময় উজ্জ্বল নামে একজন পেছন থেকে আসাদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যান। ময়মনসিংহ মেডিকেলের চিকিৎসক আশরাফ উদ্দিন জানান, অস্ত্রোপচারের পর এসআই আসাদুজ্জামানকে আইসিইউতে রাখা হয়েছে। তিনি এখনও আশঙ্কামুক্ত নন। ৭২ ঘণ্টা না গেলে কিছু বলা যাবে না।

—ময়মনসিংহ প্রতিনিধি

চাঁদপুরে যুবলীগের প্রতিনিধি সভা

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১ এপ্রিল চাঁদপুরে জনসভা সফল করার লক্ষ্যে যুবলীগের চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার চাঁদপুর ক্লাব মাঠে এই সভায় প্রধান অতিথি ছিলেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ওমর ফারুক চৌধুরী।

জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান খান কালু ভুইয়ার সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাধারণ  সম্পাদক হারুনুর রশীদ। বক্তব্য রাখেন- আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ডা. দীপু মনি এমপি, সুজিত রায় নন্দী, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, ফারুক হোসেন, মজিবুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের নাছির উদ্দিন আহমেদ, আবু নঈম পাটওয়ারী দুলাল প্রমুখ।

—চাঁদপুর প্রতিনিধি

পঞ্চগড়ে ব্যাংক এশিয়ার ১২১তম শাখা

পঞ্চগড়ে ব্যাংক এশিয়ার ১২১তম শাখার উদ্বোধন করা হয়েছে। গতকাল সরকারি অডিটোরিয়ামে নতুন শাখার উদ্বোধন করেন নাজমুল হক প্রধান এমপি। ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক আরফান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ব্যাংকটির চেয়ারম্যান আব্দুর রউফ, পৌরমেয়র তৌহিদুল ইসলাম, পঞ্চগড় চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল হান্নান শেখ প্রমুখ।

—পঞ্চগড় প্রতিনিধি

পরিবেশ শীর্ষক কর্মশালা

লাইফ স্টাইল এবং হেলথ এডুকেশন ও প্রমোশন প্রোগ্রামের আওতায় জেলাপর্যায়ে গোপালগঞ্জে স্বাস্থ্যসম্মত জীবন যাপন ও পরিবেশ শীর্ষক কর্মশালা হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গতকাল এ কর্মশালা হয়। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। আলোচনা করেন ডা. এমদাদুল হক মিয়া। উপস্থিত ছিলেন ডা. নেওয়াজ মোহাম্মদ, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

—গোপালগঞ্জ প্রতিনিধি

ফরিদপুর-৪ আসনে  সিপিবির প্রার্থী ঘোষণা

আগামী সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনে কমিউনিস্ট পার্টির প্রার্থীর নাম গতকাল বিকালে ঘোষণা করা হয়। দলটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভাঙ্গা মহিলা কলেজ মাঠে সমাবেশে প্রার্থী হিসেবে ভাঙ্গা উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আতাউর রহমান কালুর নাম ঘোষণা করেন পার্টির কেন্দ ীয় প্রেসিডিয়াম সদস্য রফিকুজ্জামান লায়েক। বক্তব্য রাখেন জেলা কৃষক সমিতির সভাপতি মানিক মজুমদার, ভাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুধিন কুমার সরকার প্রমুখ।

—ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

মতবিনিময়

কুমিল্লার দাউদকান্দির শহীদনগর এমএ জলিল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের সঙ্গে স্কুলের ম্যানেজিং কমিটির মতবিনিময় ও স্কুলের নতুন ভবনের কাজের উদ্বোধন করা হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা অ্যাড. শফিউল বশর ভাণ্ডারী। স্কুলের প্রধান শিক্ষক আলমগীর হোসেনের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন মুকবুল মেম্বার, অধ্যাপক মহতাসিম বিল্লাহ্, আরিফ মাহমুদ। একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন খন্দকার সফিউল্লাহ্ পীর সাহেব। বক্তব্য রাখেন, বদিউল আলম পান্না, নাজমা মেম্বার, মহসিন, নুরুল আলম, জাকির হোসেন সরকার, তসলিম মুন্সী, স্কুলের শিক্ষক প্রতিনিধি মনির হোসেন, বদিউল আলম বাবুল প্রমুখ্য। —দাউদকান্দি প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর