চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ গ্রামে বসতঘর উঠানোকে কেন্দ্র করে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনের গায়ে অ্যাসিড নিক্ষেপ করার অপরাধে নারীসহ ৪ জনকে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড, একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। গতকাল বিকেল ৩টায় চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) আবদুল মান্নান এ রায় প্রদান করেন। কারাদণ্ডপ্রাপ্তরা হচ্ছেন— উপজেলার পূর্ব ইসলামাবাদ গ্রামের মনির হোসেন, মেয়ে হোসনে আরা বেগম, একই বাড়ির সুমন মিয়া ও কাবিল মিয়া। আর অ্যাসিডে দগ্ধরা হলেন— একই বাড়ির লাকী আক্তার, স্বামী মতিউর রহমান, ছোট মেয়ে রাহিমা আক্তার ও বড় মেয়ের কন্যা (নাতনি) জান্নাতুল ফেরদৌস। মামলার বিবরণে জানা যায়, ২০০১ সালের ২৫ এপ্রিল একই বাড়ির উল্লিখিত আসামিদের মধ্যে মনির হোসেন ও হোসনে আরা খলিলের জমিতে বসতঘর উঠানোর চেষ্টা করেন। এতে খলিল তাদের বাধা দেন। এ নিয়ে তাদের মধ্যে বিবাদ হয়। ওই রাতে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে রাতে খলিলের বসতঘরের জানালা দিয়ে অ্যাসিড নিক্ষেপ করা হয়। আক্রান্তদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
খলিলুর রহমান ঘটনার ৩ দিন পর ২৮ এপ্রিল মতলব উত্তর থানায় প্রথমে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। পরবর্তী সময়ে মামলাটি দীর্ঘদিন তদন্ত করে উল্লিখিত আসামিদের চিহ্নিত করেন পুলিশ। এছাড়াও আসামিদের মধ্যে মৃত জুনাব আলীর স্ত্রী রাবেয়া বেগম (৫৫) তদন্ত চলাকালীন সময়ে মারা গেলে তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা পরপর ৪ জন বদলি হওয়ায় চাঁদপুর সিআইডির উপপরিদর্শক অরুণ কুমার দত্ত ২০০২ সালের ২০ এপ্রিল তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন।