বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১৮ ০০:০০ টা
ইবিতে ছাত্রলীগের তাণ্ডব

তদন্তে কমিটি, নিন্দা ও প্রতিবাদ

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের তাণ্ডবের পর প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অধ্যাপক ড. মাহবুবুর রহমানকে আহ্বায়ক করে গতকাল তিন সদস্যের এ কমিটি গঠন করা হয়। এদিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’-এর অসম্মান করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রসমাজ। মঙ্গলবার রাতে মাদকসন্ত্রাসীকে রক্ষা করতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে তাণ্ডব চালান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ছাড়া বঙ্গবন্ধুর ম্যুরালে ইট-পাটকেল নিক্ষেপ করেন তারা। একই সঙ্গে প্রক্টরের পদত্যাগ দাবিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। বিস্ফোরণ ঘটান অর্ধশতাধিক ককটেল। তদন্ত কমিটির অন্যরা হলেন সভাপতি প্রভোস্ট কাউন্সিল ও অধ্যাপক ড. সাইদুর রহমান। গতকাল বেলা ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ স্বাক্ষরিত এক প্রেস বার্তার মাধ্যমে এ তথ্য জানা গেছে। প্রেস বার্তায় উল্লেখ করা হয়, মাদকসহ বহিরাগত গ্রেফতার; ক্যাম্পাসে বঙ্গবন্ধুর ম্যুরালের অসম্মান, সিসি ক্যামেরা ভাঙচুরসহ বিভিন্ন স্থাপনার ক্ষতি সাধনের কারণ উদ্ঘাটন; দোষীকে চিহ্নিতকরণ; অপরাধের ধরন নির্ধারণ করতে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে শিগগির তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সর্বশেষ খবর