শুক্রবার, ৩০ মার্চ, ২০১৮ ০০:০০ টা

পৃথক সড়ক দুর্ঘটনায় মা ছেলেসহ নিহত ১২

প্রতিদিন ডেস্ক

হবিগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ মা-ছেলেসহ তিনজনের প্রাণহানি ঘটেছে। এছাড়া পৃথক সড়ক দুর্ঘটনায় গাজীপুরে চার, দিনাজপুর দুই এবং বরিশাল, ফরিদপুরের ভাঙ্গা ও বগুড়ার আদমদীঘিতে নিহত হয়েছেন একজন করে নিহত হয়েছেন। প্রতিনিধিদের খবর— হবিগঞ্জ : ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জে হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস বিরতিহীনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের জমিতে পাড়ে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচজন। নিহতরা হলেন— জগন্নাতপুর উপজেলার নোয়াগাঁও গ্রামের আছদ্দর আলীর ছেলে কপিল উদ্দিন (২২), লাখাই উপজেলার করাব গ্রামের জাবেদ আলীর স্ত্রী শামসুন্নাহার (৬৫) ও তার ছেলে খোকন মিয়া (৩৫)। আতদের হাসপাতালে পাঠানো হয়েছে। গাজীপুর : গাজীপুরে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। তারা হলেন, শ্রীপুর উপজেলার এসিআই কোম্পানীর প্রিমিয়া প্লেক্স পলিপ্যাক কারখানার ব্যবস্থাপক ফরিদুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান এবং মাইক্রোবাস চালক রুবেল হোসেন। গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। এদিকে, সিটি করপোরেশনের বড়বাড়ি এলাকায় বুধবার রাতে ট্রাকচাপায় জিয়ারুল নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। তার বাড়ি নীলফারীর ডিমলায়। দিনাজপুর : জেলায় গতকাল পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। তারা হলেন, বিলকিছ আক্তার (৩৪) ও ফয়জুল্যা (৬৪)। বিলকিছ খানসামা উপজেলার আবুল কালামের স্ত্রী আর ফয়জুল্যা ফুলবাড়ী উপজেলার গঙ্গাপ্রসাদ গ্রামের তাহের উদ্দীনের ছেলে। বরিশাল : বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ব্রিজের ঢালে গতকাল দুপুরে বাস-ট্রাক সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। নিহত ট্রাকচালকের পরিচয় জানা যায়নি। আহতদের শেরেবাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে। ভাঙ্গা : ফরিদপুর ভাঙ্গায় নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক তৈয়ব আলী ফকির (৩৫) নিহত হয়েছেন। ভাঙ্গা পৌরসভার নওপাড়া মহল্লায় ঢকা-বরিশাল মহাসড়কে গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহত তৈয়ব মাদারীপুরের শিবচর উপজেলার বারেক ফকিরের ছেলে। আদমদীঘি : বগুড়ার আদমদীঘির সান্তাহারে গতকাল দুপুরে ইজিবাইকের ধাক্কায় শাহিন হোসেন নামে এক কিশোর (১৫) নিহত হয়েছেন। শাহিন সান্তাহারের চা-বাগান মহল্লার রিপন হোসেনের ছেলে। নওগাঁ : মান্দা উপজেলার সিন্দুপানিয়া নামক স্থানে গতকাল  যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে ২০ জন আহত হয়েছেন।

সর্বশেষ খবর