শুক্রবার, ৩০ মার্চ, ২০১৮ ০০:০০ টা

পিরোজপুরে ১১ কোচিং সেন্টার সিলগালা

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর শহরের ১১টি কোচিং সেন্টার সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসফিকা হোসেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নিয়মবহির্ভূতভাবে জেলা শহরের বিভিন্ন স্থানে কোচিং সেন্টারগুলো গড়ে উঠেছিল। তারা বিদ্যালয় চলাকালে কোচিং সেন্টার চালাতো। তাই এগুলো সিলগালা করে দেওয়া হয়েছে। অবৈধ এ কোচিংবাণিজ্য বন্ধে জেলা প্রশাসন থেকে অভিযান অব্যাহত থাকবে। এছাড়া সরকারি বিদ্যালয়গুলোতে শিক্ষকদের কোচিং না করানোর পরামর্শ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, পিরোজপুর শহরের প্রধান দুটি সরকারি বিদ্যালয়ে শিক্ষকদের অতিরিক্ত ক্লাসের নামে কোচিং বাণিজ্যের অভিযোগ রয়েছে। শুধু এ কারণে দিন দিন দুটি প্রতিষ্ঠানে শিক্ষার মান অবনতির দিকে যাচ্ছে বলে দাবি শিক্ষার্থী-অভিভাবকদের।

সর্বশেষ খবর