শুক্রবার, ৩০ মার্চ, ২০১৮ ০০:০০ টা

ব্যাংক হিসাব থেকে পাঁচ লাখ টাকা হাওয়া

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে এক প্রবাসী ব্যাংক হিসাব থেকে প্রায় পাঁচ লাখ টাকা হাওয়া হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। জানা যায়, ২০০৮ সালে ইসলামী ব্যাংক চৌগাছা শাখায় একটি হিসাব নম্বর খোলেন মহেশপুর উপজেলার ধান্যহাড়িয়া গ্রামের মোসলেম আলীর ছেলে আব্দুল হাই। হিসাব খোলার পরই তিনি সৌদী আরব চলে যান। দেশে ফিরে ২০১০ সালে ১৬ সেপ্টেম্বর পুনরায় ৫০০ টাকা জমা করে হিসাবটি সচল করে আবারও বিদেশ পাড়ি জমান। সেখান থেকে কয়েক দফায় ীমফ হিসাব নম্বরে প্রায় পাঁচ লাখ টাকা জমা করেন আব্দুল হাই। ২০১৫ সালে তিনি দেশে ফিরে ব্যাংক থেকে টাকা তুলতে যান। তখন ব্যাংক কর্মকর্তারা জানান তার হিসাব থেকে টাকা উত্তোলন করে নেওয়া হয়েছে।

আব্দুল হাই বলেন, ‘আমার একাউন্ট থেকে ২০১২ সালের ১৪ আগস্ট দুই বারে ৮০ হাজার, ১৮ আগস্ট ৬০ হাজার, ১০ সেপ্টেম্বর ৫০ হাজার, ১৭ সেপ্টেম্বর ১ হাজার ৪০০, ২০১৩ সালের ৮ জানুয়ারি ৭৫ হাজার, ১৩ ফেব্রুয়ারি ২৫ হাজার ৫০০, ৯ মে ৭৫ হাজারসহ কয়েক দফায় চার লাখ ৭৮ হাজার ৯৬৮ টাকা উত্তোলন করা হয়েছে। সে সময় আমি বিদেশে ছিলাম। সেখান থেকে শুধু টাকা পাঠিয়েছি। টাকা উত্তোলনের কোনো চেক বই গ্রহণ করিনি। যার প্রমাণ ব্যাংক থেকে উত্তোলন করা স্টেটমেন্ট কপি।’

সর্বশেষ খবর