শুক্রবার, ৩০ মার্চ, ২০১৮ ০০:০০ টা

‘ভুল অস্ত্রোপচারে’ প্রসূতির মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে ‘ভুল অস্ত্রোপচারে’ মুনিয়ারা খাতুন (১৮) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। মুনিয়ারা উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি পশ্চিমপাড়ার আকরাম হোসেনের স্ত্রী। উপজেলার মহিষকুন্ডি বাজারে তামিম প্রাইভেট হসপিটালে বুধবার রাতে এ ঘটনা ঘটে। এ সময় এলাকাবাসী ওই ক্লিনিক ঘেরাও করে পরিচালক তারিকুল ইসলামের শাস্তি দাবি জানিয়ে ভাঙচুরের চেষ্টা চালায়। পুলিশ ও স্থানীয় বিজিবি ক্যাম্পের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পর তারিকুল পলাতক। আকরাম হোসেন জানান, স্ত্রীকে প্রসব ব্যথা নিয়ে বুধবার দুপুরে তামিম প্রাইভেট হসপিটালে ভর্তি করান। বিকাল সাড়ে ৫টার দিকে হসপিটালের মালিক ভুয়া ডাক্তার তরিকুল ইসলাম নিজেই সিজার অপারেশন করলে প্রচুর রক্তক্ষরণ হয়। রক্ত বন্ধ না হওয়ায় তড়িঘড়ি করে তাকে রাজশাহী পাঠান তরিকুল। পথে মুনিয়ারার মৃত্যু হয়। এ বিষয়ে জানতে তারিকুলের মোবাইলে ফোনে কল করলে তিনি বাইরে আছেন বলে লাইন কেটে দেন। দৌলতপুর থানার ওসি জানান, এ ঘটনায় মামলা হয়েছে। ক্লিনিক পরিচালক তারিকুলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর