শুক্রবার, ৩০ মার্চ, ২০১৮ ০০:০০ টা

এক পলক

খারঘর গণকবরে হলো স্মৃতিস্তম্ভ

স্বাধীনতার ৪৬ বছর পর অবশেষে সংরক্ষণ করা হলো ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার খারঘর গণকবর। স্থানীয় এমপি, জেলা পরিষদ ও পুলিশের উদ্যোগে খারঘর গ্রামে নির্মিত হয়েছে ‘খারঘর গণকবর স্মৃতিসৌধ-৭১’। গতকাল স্মৃতিসৌধটি উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের এমপি ফয়জুর রহমান বাদল। উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমুখ। —ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সচেতনতামূলক সাইকেল শোভাযাত্রা

রক্তদানসহ ক্যান্সার, থ্যালাসেমিয়া ও গর্ভবতী মায়েদের সচেতনতায় ময়মনসিংহে সাইকেল শোভাযাত্রার আয়োজন করেছে রক্তদাতাদের সংগঠন ‘ব্রহ্মপুত্র ব্লাড সোসাইটি’। টাউন হল প্রাঙ্গণে গতকাল শোভাযাত্রা উদ্বোধন করেন ময়মনসিংহ পৌরমেয়র ইকরামুল হক টিটু। পরে শোভাযাত্রাটি মুক্তাগাছা উপজেলার উদ্দেশে যাত্রা শুরু করে। আয়োজকরা জানান, ময়মনসিংহের সবকটি উপজেলা প্রদক্ষিণ করে ৩১ মার্চ ধোবাউড়ায় গিয়ে শেষ হবে। তিন দিনের এই শোভাযাত্রায় ২৫ সাইক্লিস্ট অংশ নিয়েছেন। —ময়মনসিংহ প্রতিনিধি

প্রযুক্তি মেলা

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা গতকাল স্থানীয় অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে শুরু হয়েছে। জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করেন। কামাল মো. রাশেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গৌতম চন্দ্র মিত্র, ফরিদা নাজমীন ও মোহাম্মদ নুরুজ্জামান। মেলায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৬১টি স্টল স্থান পেয়েছে। —ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

দুর্নীতিকে লাল কার্ড

বগুড়ার শেরপুরে দুর্নীতিকে ‘লাল কার্ড’ এবং দেশপ্রেম, নৈতিক শিক্ষা, সত্যবাদিতা ও মানবতাকে ‘সবুজ কার্ড’ দেখিয়েছে শিক্ষার্থীরা। গতকাল উপজেলার টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা অনার্স কলেজে এই অনুষ্ঠানে ১৩টি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিমাই ঘোষ। বক্তব্য রাখেন- শারমিন আক্তার, শাহজামাল সিরাজী, আব্দুস সাত্তার, সুধীন্দ্র নাথ রায় প্রমুখ। —নিজস্ব প্রতিবেদক, বগুড়া

চুয়াডাঙ্গায় প্রযুক্তি মেলা

চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। মেলায় জেলার মাধ্যমিক ও কলেজ পর্যায়ের ৩৬ স্টল স্থান পেয়েছে। —চুয়াডাঙ্গা প্রতিনিধি

২৮ শিক্ষার্থীকে বেদম পিটুনি

নওগাঁর পোরশা উপজেলার ঘাটনগর প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ২৮ শিক্ষার্থীকে ক্লাসে পড়া না পাড়ার অপরাধে বেধড়ক পেটানো হয়েছে। এতে কয়েক শিক্ষার্থী গুরুতর জখম হয়েছেন বলে জানা গেছে। অভিযুক্ত আজিজুল হাকিম শিক্ষার্থী মারধরের বিষয়টি অস্বীকার করে জানান, ঘটনার দিন বেলা সাড়ে ১২টায় তিনি চতুর্থ শ্রেণির ক্লাসে ছিলেন না। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাফিয়া আক্তার অপু জানান, কেউ লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে। একই কথা বলেন ইউএনও ফিরোজ মাহমুদ।

—নওগাঁ প্রতিনিধি

এনজিওর টাকা আত্মসাৎ

কুমিল্লার দাউদকান্দিতে একটি এনজিওর টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ওই প্রতিষ্ঠানের ৬ কর্মচারীর বিরুদ্ধে। ভুক্তভোগী মাসুদ খান হেলালের স্ত্রী রেহেনা আক্তার তার প্রতিকার চেয়ে বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দাখিল করেছেন। জানা যায়, উপজেলার তিনচিটা গ্রামে হেলাল সমিতি নামের একটি এনজিওর ৬ কর্মচারী মহিউদ্দিন খান বাবুল, মজিবুর ইসলাম ফারুক, হাবিব উদ্দিন খান,  নজরুল ইসলাম, তাহমিনা মাহমুদ ও আবুল কালাম আজাদ মিলে নামে-বেনামে ঋণ দিয়ে প্রায় ২০ লাখ টাকার অধিক অর্থ আত্মসাৎ করেছেন। ভুক্তভোগী মাসুদ খান হেলাল টাকা চাইতে গেলে উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে।

—দাউদকান্দি প্রতিনিধি

বিদ্যালয়ের চালা ভেঙে দিয়েছে  দুর্বৃত্তরা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকায়  দুর্বৃত্তরা  একটি বিদ্যালয়ের চালা ভেঙে দিয়েছে। বুধবার গভীর রাতে রতনপুর আলোর ছায়া আদর্শ বিদ্যালয়ের একটি কক্ষের টিনের চালা ভেঙে দেওয়া হয়। বিদ্যালয় সূত্রে জানা যায়, উপজেলার রতনপুর এলাকায় ২০১৬ সালে রতনপুর আলোর ছায়া আদর্শ বিদ্যালয় গড়ে তোলা হয়। বিদ্যালয়ে বর্তমানে ১৩ জন শিক্ষক কর্মরত। শিশু শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত প্রায় ২২৫ জন শিক্ষার্থী রয়েছে। মৌচাক ফাঁড়ি ইনচার্জ এসআই সাইফুল আলম জানান, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

—কালিয়াকৈর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর