শনিবার, ৩১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

ভাঙাচোরা সেতুতে দুর্ভোগ ১৯ গ্রামের মানুষের

কুড়িগ্রাম প্রতিনিধি

ভাঙাচোরা সেতুতে দুর্ভোগ ১৯ গ্রামের মানুষের

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার দিগদারী বিলের উপর সেতুটির স্লাব ভেঙে ১০ বছর ধরে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ফলে ১৯টি গ্রামের প্রায় ৪০ হাজার মানুষ চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন।  স্থানীয় কালীগঞ্জ ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান জানান, কয়েকবার উপজেলা পরিষদ মিটিংয়ে সেতুটি নির্মাণের প্রস্তাব করেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার হাবিবুল ইসলামের জানান, দিগদারী বিলের উপর ১৯৭৭ সালে একটি কাঠের ব্রিজ তৈরি করা হয়েছিল। ১৯৮৭ সালে কাঠের ব্রিজের স্থলে ফুট ব্রিজ নির্মাণ করা হয়। ২০০১ সালে ব্রিজটি এক বার মেরামত করা হয়েছিল। ২০০৮ সালের ভয়াবহ বন্যায় ঝাকুয়াবাড়ী রাস্তা ও সেতু মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। সেই থেকে আর মেরামত করা হয়নি। এখন যানবাহন দূরে থাক মানুষ হেঁটে যেতেও ভয় পায়।

সর্বশেষ খবর