শনিবার, ৩১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

মুক্তিযোদ্ধা জনতা মঞ্চের সভায় হামলা

সংবাদ সম্মেলনে অভিযোগ

নালিতাবাড়ী প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় শুক্রবার সকালে মুক্তিযোদ্ধা জনতা মঞ্চের আয়োজনে স্থানীয় প্রেস ক্লাব সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চে সংবাদ  সম্মেলন হয়েছে। মুক্তিযোদ্ধা আবদুল বারী তালুকদারের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন সরকার গোলাম ফারুক। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৮ মার্চ কৃষিবিদ বদিউজ্জামান বাদশার পক্ষে মুক্তিযোদ্ধা জনতা মঞ্চের ব্যানারে স্থানীয় তারাগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয় মাঠে সভায় বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে আসা নেতা-কর্মী ও সমর্থকদের ওপর হামলা, ভাঙচুর, সড়কে টায়ার জ্বালিয়ে ব্যারিকেড, অগ্নিসংযোগ, ধাওয়া ও মারধর করে মিছিলের ব্যানার ছিনিয়ে নিয়ে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। এ সময়  ৯টি মোটরসাইকেল, তিনটি ট্রাক ও একটি বাস ভাঙচুর করা হয়। এ ঘটনায় ১৩ জন আহত হন। এর মধ্যে আব্দুল্লাহ আল মাহবুব নামে এক কর্মী আহত হন। তাকে মযমনসিংহ মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শেরপুর-২ আসনে (নালিতাবাড়ী-নকলা) আওয়ামী লীগ থেকে মনোনয় প্রত্যাশী সাবেক উপজেলা চেয়ারম্যান  কৃষিবিদ বদিউজ্জামান বাদশা বলেন, মুক্তিযোদ্ধা জনতা মঞ্চের স্বাধীনতা দিবসের গণসমাবেশ বানচাল করতে কিছু চিহ্নিত সন্ত্রাসী উপজেলায় অঘোষিত অবরোধের সৃষ্টি করে। বিষয়টি জেলা আওয়ামী লীগের মাধ্যমে মাননীয় দলীয় সভানেত্রী বিশ্বনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানানো হবে। সম্মেলনে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, মোকছেদ আলী বেগ, আব্দুস সালাম ও উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম রাজিব, সাবেক উপজেলা কমিটির  সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসাইনসহ বিভিন্ন নেতা-কর্মী ও সমর্থক।

সর্বশেষ খবর