শনিবার, ৩১ মার্চ, ২০১৮ ০০:০০ টা
বিদ্যুত্স্পৃষ্টে চাচা ভাতিজার মৃত্যু

পল্লী বিদ্যুতের ঠিকাদারসহ ছয়জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, রংপুর

বিদ্যুত্স্পৃষ্ট হয়ে চাচা-ভাতিজার মৃত্যুর ঘটনায় রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ঠিকাদার রুবেল মিয়াসহ ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। নিহত আলমগীর হোসেন আলমের স্ত্রী বিউটি বেগম বৃহস্পতিবার রাতে মিঠাপুকুর থানায় এ মামলা করেন।  মামলার এজাহারে বলা হয়, বিদ্যুৎ সরবরাহ বন্ধ না করে পল্লী বিদ্যুৎ সমিতির-১ এর ঠিকাদার রুবেল মিয়া তার লোকজনকে দিয়ে বৃহস্পতিবার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের জয়রামপুর আনোয়ার গ্রামে বিদ্যুৎ সরবরাহ লাইনের আশপাশের গাছের ডাল কাটাচ্ছিলেন। বিদ্যুতের তারে ঝুলে থাকা সেই ডাল নামাতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান একই এলাকার আলমগীর হোসেন আলম ও তার ভাতিজা আসকর আলী।

মিঠাপুকুর থানার ওসি মোজাম্মেল হক জানান, ঘটনার পরপরই ঠিকাদারের কর্মচারি সজিব ও রিপনকে আটক করা হয়। তাদের এ মামলায় আসামি করায় গতকাল তাদের কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর