শিরোনাম
শনিবার, ৩১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

চুয়াডাঙ্গায় কমে যাচ্ছে আবাদি জমি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

খাদ্য উৎপাদনের উদ্বৃত্ত জেলা চুয়াডাঙ্গায় আবাদী জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে। আবাদি জমিতে গড়ে উঠছে বাণিজ্যিক প্রতিষ্ঠান, ইটভাটা, রাস্তাঘাট, বাড়িঘর, হাটবাজারসহ নানা স্থাপনা। গত ১০ বছরে জেলার প্রায় এক হাজার হেক্টর চাষযোগ্য জমি অনুৎপাদনশীল খাতে চলে গেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় মোট জমির পরিমাণ ১ লাখ ১৫ হাজার ৭৪২ হেক্টর। এর মধ্যে বর্তমানে আবাদযোগ্য জমি আছে ৯৭ হাজার ৫০০ হেক্টর। যা ১০ বছর আগে ছিল ৯৮ হাজার ৫০০ হেক্টর। গত ১০ বছরে আবাদি জমির পরিমাণ কমেছে এক হাজার হেক্টর। বর্তমানে ৫০ ভাগ জমিতে ধান, ২০ ভাগ জমিতে ভুট্টা, পাঁচ ভাগ জমিতে আখ, ১৫ ভাগ জমিতে বিভিন্ন প্রজাতির বনজ ও ফলের বাগান এবং ১০ ভাগ জমিতে সবজি আবাদ করা হয়। বর্তমানে চুয়াডাঙ্গায় বছরে খাদ্য চাহিদা ৫ লাখ ১২ হাজার ৪৬২ মেট্রিক টন হলেও উৎপাদন হয় ৭ লাখ ৩৯ হাজার ১১৯ মেট্রিক টন। সদর উপজেলা কৃষি কর্মকর্তা জানান, অপরিকল্পিত রাস্তাঘাট নির্মাণ, বাড়িঘর, দোকানপাট, হাট-বাজারসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও নানা স্থাপনার কারণে আবাদযোগ্য জমির পরিমাণ কমে যাচ্ছে।

সর্বশেষ খবর