শনিবার, ৩১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

এক পলক

জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি, এলজিইডির সিনিয়র সচিব, প্রধান প্রকৌশলী ও অ্যাসেনশিয়াল ড্রাগস কর্মচারী লীগ নেতারা শ্রদ্ধা নিবেদন করেছেন। শুক্রবার দুপুরে নবনিযুক্ত ভিসি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে এলজিইডির সচিব ড. জাফর আহমেদ খান, প্রধান প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ শ্রদ্ধা নিবেদন করেন। এরপর অ্যাসেনশিয়াল ড্রাগস কর্মচারী লীগ-এর কেন্দীয় সভাপতি শাহাবুদ্দিন কাহারের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় কেন্দ্রীয় কমিটির অন্য নেতারাও উপস্থিত ছিলেন। 

—গোপালগঞ্জ প্রতিনিধি

ডুয়েটে গীতি আলেখ্য

মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতি ও গীতি আলেখ্য ‘মুক্তিযুদ্ধের বিজয় গাঁথা’ অনুষ্ঠান বৃহস্পতিবার রাতে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শহীদ আহসান উল্লাহ্ মাস্টার অডিটরিয়ামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক। এছাড়া অনুষ্ঠানে আরও অতিথি হিসেবে ছিলেন মুক্তিযোদ্ধা সাব-মেরিনার কমোডর আবদুল ওয়াহেদ চৌধুরী বীর বিক্রম, মুক্তিযোদ্ধা জহির উদ্দিন জালাল, শহীদ বুদ্ধিজীবী ড. আলীম চৌধুরীর সন্তান ডা. নুজহাত চৌধুরী। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল ডীন, বিভাগীয় প্রধান, পরিচালক, রেজিস্ট্রারসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। —গাজীপুর প্রতিনিধি

বরিশালে খেলাঘরের সম্মেলন

‘আনন্দময় শৈশব চাই সুখি সুন্দর বাংলাদেশে’ প্রতিপাদ্য নিয়ে বরিশালে খেলাঘর আসরের জেলা সম্মেলন ও শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল চত্বরে সম্মেলনের উদ্বোধন করেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান প্রফেসর মাহফুজা খানম। জেলা সভাপতি জীবন কৃষ্ণ দে’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ড. গাজী মোজাম্মেল হোসেন।  এছাড়া এ উপলক্ষে বিকালে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

—নিজস্ব প্রতিবেদক, বরিশাল

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর