মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

গাছ ভয়ঙ্কর!

কিশোরগঞ্জ প্রতিনিধি

গাছ ভয়ঙ্কর!

কিশোরগঞ্জ-নিকলী সড়কে মরে যাওয়া শিশু গাছ —বাংলাদেশ প্রতিদিন

কিশোরগঞ্জ-নিকলী সড়কের দুই পাশের গাছগুলো মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে। প্রায় তিন বছর আগে গাছগুলো মরে গেছে। এখন শুকনো ডাল ভেঙে পড়ছে সড়কের ওপর। সামান্য বাতাসে গাছ উপড়ে পড়ছে। দীর্ঘদিনেও গাছগুলো কাটা বা বিক্রি না হওয়ায় বন বিভাগের উদাসীনতাকেই দায়ী করছেন এলাকাবাসী। কিশোরগঞ্জ বন বিভাগ সূত্র জানায়, ১৯৯৩-৯৪ সালে সামাজিক বনায়নের লক্ষ্যে কিশোরগঞ্জ-নিকলী সড়কের দুই পাশে কয়েক হাজার শিশুগাছ লাগানো হয়। প্রায় তিন বছর আগে শিকড় পঁচে এক হাজার ২১০টি গাছ মরে গেছে। এতদিন ধরে গাছগুলো না কাটায় এখন শুকিয়ে ভেঙে পড়ছে। এলাকাবাসী জানান, সারি সারি গাছ সৌন্দর্য বর্ধনের পরিবর্তে এখন ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রায় প্রতিদিনই কোন না কোন ডাল বা গাছ ভেঙে সড়কে পড়ছে। এতে অনেকে আহত হচ্ছেন। বন বিভাগকে জানিয়েও কোনো লাভ হচ্ছে না। কিশোরগঞ্জ বন বিভাগের রেঞ্জার আব্দুল মোমেন জানান, মরা গাছ তারা বিক্রির উদ্যোগ নিয়েছেন। গাছগুলো ছয়টি লটে ভাগ করে ইতোমধ্যে বিক্রি করা হয়েছে। খুব শিগগির কাটা হবে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর