মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

প্রশ্ন ফাঁসের নামে প্রতারণা চার জেলায় আটক ১০

প্রতিদিন ডেস্ক

ভুয়া প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণার অভিযোগে চার জেলায় ১০ জনকে আটক করেছে র‌্যাব। জামালপুরের একটি কেন্দ্র ভিন্ন সেটে পরীক্ষা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রতিনিধিদের খবর— দিনাজপুর : চিরিরবন্দরে এইচএসসির তথ্য যোগাযোগ ও প্রযুক্তি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণার অভিযোগে গতকাল সাত পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসের অফিস সহকারী মামুনুর রশিদ থানায় মামলা করেছেন। চট্টগ্রাম : ফেসবুকে প্রশ্ন ফাঁসের প্রচারণা চালিয়ে প্রতারণার অভিযোগে এক মাদ্রাসাছাত্রকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। এ সময় জব্দ করা হয় প্রশ্ন ফাঁসের কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও চারটি সিম। বগুড়া : ধুনটে রবিবার রাতে মাহবুব আলম নামে এক যুবক গ্রেফতার হয়েছেন। এ সময় তার কাছ থেকে একটি মোবাইলফোনসহ প্রশ্ন ফাঁসের কিছু নমুনা জব্দ করেন র‌্যাব সদস্যরা। ময়মনসিংহ : ভালুকা থেকে রনি ঢালী নামে একজনকে আটক করেছে র‌্যাব। জামালপুরে ভিন্ন সেটে পরীক্ষা :  জেলার শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ কেন্দ্রে ভিন্ন সেটে এইচএসসি পরীক্ষা নেওয়া হয়েছে। ফলে ওই কেন্দ্রে ২৯০ শিক্ষার্থী ফল বিপর্যয়ের শঙ্কায় পড়েছেন।

সর্বশেষ খবর