মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বাল্যবিয়ে থেকে রক্ষা পেলেন অষ্টম শ্রেণির ছাত্রী। রবিবার রাতে উপজেলার তারুয়া গ্রামের মেয়ের বাড়িতে উপস্থিত হয়ে ইউএনও মৌসুমী বাইন হিরা বিয়ের আনুষ্ঠানিকতা বন্ধ করে দেন। এ সময় বর-কনের পরিবারের সদস্যদের আটক করা হয়।

তারা প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে না দেওয়ার অঙ্গীকার করলে স্থানীয় জনপ্রতিনিধিদের জিম্মায় তাদের ছেড়ে দেয়।  বরের চাচা হাবিবুল্লাহ মিয়া বলেন, ‘বাল্যবিয়ে যে অপরাধ আমরা তা না জেনেই বিয়ের আনুষ্ঠানিকতা করেছিলাম। এখন বুঝতে পেরেছি। এখন থেকে বাল্যবিয়ে করাবো না এবং কাউকে বাল্যবিয়ে দিব না।’

কনের মা শিরিনা বেগম জানান, ভুল বুঝতে পেরেছি। মেয়ে প্রাপ্তবয়স্ক না হলে বিয়ে দেব না। আশুগঞ্জ উপজেলা কর্মকর্তা মৌসুমী বাইন হিরা বলেন, ‘যেখানেই বাল্যবিয়ের খবর পাওয়া যাবে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

 

সর্বশেষ খবর