মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

গাজীপুরে ভুল সেটে পরীক্ষা বিক্ষোভ সড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর জেলা শহরের কাজী আজিম উদ্দিন কলেজ কেন্দ্রে সোমবার এইচএসসির আইসিটি বিষয়ে ভুল সেটে এমসিকিউর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর প্রতিবাদে দুপুরে ক্ষুব্ধ পরীক্ষার্থী ও অভিভাবকরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং ওই পরীক্ষা কেন্দ্রের ট্যাগ কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে। জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর জানান, প্রশ্নপত্র নির্ধারণ করে পরীক্ষা গ্রহণের জন্য বোর্ডের পাঠানো মেসেজটি সঠিকভাবে না বুঝে ওই কেন্দ্রের ট্যাগ কর্মকর্তা উপজেলা সমবায় অফিসার গোলাম মোরশেদ মৃধা পরীক্ষার্থীদের মাঝে নির্ধারিত প্রশ্নপত্রের সেট বিতরণ না করে অন্য সেট বিতরণ করেন। দায়িত্ব ও কর্তব্যে অবহেলার কারণে কেন্দ্রের ওই ট্যাগ কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া বিষয়টি তদন্ত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সর্বশেষ খবর