শনিবার, ২১ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

কাপাসিয়ায় ১৪৪ ধারা

কাপাসিয়া প্রতিনিধি

সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম তৃণমূলে পৌঁছে দিতে বাংলাদেশ কৃষক লীগ গতকাল গাজীপুরের কাপাসিয়ার কড়িহাতা উচ্চবিদ্যালয় মাঠে প্রচারসভার আয়োজন করে। কিন্তু এ সভায় বাদ সাধে ছাত্রলীগ। অনেকটা হিংসাত্মকভাবে একই স্থানে ছাত্রলীগ আরেকটি সভার ডাক দেয়। আর এতে আইনশৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা দেখিয়ে উপজেলা প্রশাসন জারি করে ১৪৪ ধারা। বন্ধ হয়ে যায় কৃষক লীগের এ আয়োজন। এ সময় আগত হাজারো কৃষক লীগ নেতা-কর্মী ক্ষুব্ধ হয়ে প্রশাসন ও পুলিশের সামনেই মিছিল ও বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। বড় ধরনের ঘটনা এড়াতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসি ঘটনাস্থলে গিয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেন। এ সময় বিক্ষুব্ধ নেতা-কর্মীদের শান্ত করতে ছুটে যান কেন্দ্রীয় কৃষক লীগ সভাপতি ও উপদেষ্টা। তবে অনুষ্ঠানস্থলে ছাত্রলীগের কাউকে খুঁজে পাওয়া যায়নি। একপর্যায়ে প্রশাসন বিদ্যালয়ের ফটকে তালা ঝুলিয়ে দেয়। পরে কৃষক লীগ নেতা-কর্মীরা পাশের কবীরের বাজারে সমবেত হন।

জানা গেছে, গাজীপুরের কাপাসিয়া উপজেলা কৃষক লীগ প্রধানমন্ত্রীর উন্নয়নের কথা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে কড়িহাতা উচ্চবিদ্যালয় মাঠে সমাবেশের আয়োজন করে। কয়েক দিন ধরে কৃষক লীগ তাদের এ সমাবেশ সফল করতে এলাকায় এলাকায় মাইকিং করেছে। সমাবেশে প্রধান অতিথি ও প্রধান আলোচক থাকার কথা ছিল যথাক্রমে কেন্দ্রীয় কৃষক লীগ সভাপতি মোতাহার হোসেন মোল্লার ও কেন্দ্রীয় উপদেষ্টা আলম আহমদের।

কিন্তু হঠাৎ কৃষক লীগের ওই সমাবেশস্থলে কড়িহাতা ইউনিয়ন ছাত্রলীগ মুজিবনগর দিবস উপলক্ষে পাল্টা সভা আহ্বান করে। আর এরই পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য ১৪৪ ধারা জারি করেন কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাকছুদুল ইসলাম।

এ বিষয়ে কৃষক লীগের উপদেষ্টা আলম আহমদ বলেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নানা উন্নয়ন গ্রামে গ্রামে প্রচার করে যাচ্ছি। আর কোনো কারণ ছাড়াই ছাত্রলীগ আমাদের অনুষ্ঠানস্থলে হঠাৎ করে সভা ডেকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে।’

কাপাসিয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুল কাইয়ুম ভূইয়া বলেন, ‘আমরা মুজিবনগর সরকার দিবস পালন করতে কড়িহাতা উচ্চবিদ্যালয় মাঠে সমাবেশের আয়োজন করেছি।’

কাপাসিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘প্রশাসনের নির্দেশনা অনুযায়ী যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলার অবনতি যাতে না ঘটে এজন্য আমরা অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি।’

কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার মাকছুদুল ইসলাম বলেন, ‘একই স্থানে দুটি সংগঠন সমাবেশ ডেকেছে। এতে আইনশৃঙ্খলার অবনতি হবে ভেবে আমরা ১৪৪ ধারা জারি করেছি।’ তবে কৃষক লীগ নেতা-কর্মীরা তা ভঙ্গ করে সংক্ষিপ্ত সভা করেছেন বলে জানান তিনি।

এদিকে সমাবেশ থেকে ফেরার সময় কৃষক লীগের নেতা-কর্মীবোঝাই একটি গাড়ি খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর