মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত

প্রতিদিন ডেস্ক

মুন্সীগঞ্জ, দিনাজপুর, গোপালগঞ্জ, বগুড়া, চট্টগ্রাম ও চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। রবিবার রাতে ও গতকাল এ সব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর— মুন্সীগঞ্জ : ঢাকা-মাওয়া মহাসড়কের মাওয়া চৌরাস্তা এলাকায় শিমুলিয়া ঘাটগামী একটি ট্রাক দাদন (৩৭) নামে এক পথচারীকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে। নিহত দাদন উপজেলার কুমারভোগের ফয়জল জমাদারের ছেলে। এদিকে সদর উপজেলার মুক্তারপুর সেতুর উপর বাস ও অটো মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। রবিবার রাতে এ ঘটনা ঘটে। নিহত দুলাল (৪০) কুড়িগ্রাম জেলার উলিপুরের বাসিন্দা।

দিনাজপুর : ফুলবাড়ী-মাদিলা সড়কের সুজাপুরে গতকাল ট্রাকচাপায় মানিক নামে এক ব্যক্তি মারা গেছেন। মানিক (২৮) পাবনার সাথিয়া উপজেলার বাহাদুর হাট গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। গোপালগঞ্জ : মুকসুদপুরে বাসের চাপায় তহুরন বেগম (৬২) নামে এক গৃহবধূর প্রাণহানি ঘটেছে। ঢাকা-খুলনা মহাসড়কের চন্ডিবর্দী নামক স্থানে গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহত তহুরন মুকসুদপুর উপজেলার ঝুঁটি গ্রামের মন্টু মুন্সীর স্ত্রী। বগুড়া : বাইপাস মহাসড়কের ছিলিমপুরে রবিবার রাতে বাসচাপায় হোসেন আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। হোসেন আলী বগুড়ার শাজাহানপুর উপজেলার বাসিন্দা। চট্টগ্রাম : হাটহাজারীতে সিএনজি অটোরিকশা-টেম্পু সংঘর্ষে ইসমাইল (২৫) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। ইসমাইল রাউজান উপজেলার মোহাম্মদ চৌধুরী বাড়ির আবদুল মালেকের ছোট ছেলে। চাঁপাইনবাবগঞ্জ : নাচোলে ট্রাক-ভুটভুটি সংঘর্ষে মনিরুল ইসলাম নামে এক ভুটভুটি যাত্রী নিহত হয়েছেন। মনিরুলের শিবগঞ্জ উপজেলার আটরশিয়া গ্রামে। নাচোল-রাজবাড়ী সড়কে গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

সর্বশেষ খবর