মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

দাবি আদায়ে সড়কে শুয়ে পড়লেন শ্রমিকরা

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটে উন্নয়ন কর্মীদের উৎপাদন কর্মী হিসেবে নিয়োগ দাবিতে অবস্থান ও কর্মবিরতি পালন করেছেন শ্রমিকরা। আন্দোলনকারীরা গতকাল পার্বতীপুর-ফুলবাড়ি মহাসড়কে তাপবিদ্যুৎ কেন্দ্রের গেটের সামনের সড়কে শুয়ে পড়ে এ কর্মসূচি পালন করেন। এ সময় হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তৃতা করেন— আবু সাঈদ, আরিফুল ইসলাম, রফিকুল ইসলাম, কবি শাহাজান প্রমুখ। আন্দোলন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবু সাইদ জানান, বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে ৪৯০ জন শ্রমিক বিভিন্ন কাজে নিয়োগের আবেদন করেছেন। কর্তৃপক্ষ এ ব্যাপারে কোন উদ্যোগ নিচ্ছে না। তাই ন্যায্য দাবি আদায়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। গত ২১ এপ্রিল থেকে অবস্থানসহ কর্মবিরতি শুরু করেছেন উন্নয়ন শ্রমিকরা।

সর্বশেষ খবর