মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

সদরপুরে ঝড়ে বিধ্বস্ত শতাধিক বসতঘর

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মার চরাঞ্চলের চরনাসিরপুর ও দিয়ারা নারকেল বাড়িয়া ইউনিয়নে পাঁচ মিনিটের কালবৈশাখী ঝড়ে শতাধিক বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছে। রবিবার রাতের এই ঝড়ে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্তরা এখন খোলা আকাশের নিচে বসবাস করছে। তবে পদ্মাতীরবর্তী এসব মানুষের সাহায্যে কেউ এগিয়ে আসেনি বলে অভিযোগ ক্ষতিগ্রস্তদের। স্থানীয়রা জানান, রবিবার রাতে সদরপুর উপজেলার চর নাসিরপুর ইউনিয়নের উপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। পাঁচ মিনিট স্থায়ী এই ঝড়ে চর নাসিরপুরের কাড়ালকান্দি, হাফেজকান্দি, বাদশাকান্দি এবং দিয়ারা নারকেলবাড়িয়া ইউনিয়নের লালমিয়া সরকারের কান্দি, মজিদ হাওলাদারের কান্দি, হাজী মোদন সরদারের কান্দি, নুরুদ্দিন সরদারের কান্দিসহ বেশ কয়েকটি গ্রামের বাড়ি-ঘর তছনছ হয়ে যায়।

সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পুরবী গোলদার বলেন, ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে। তালিকা অনুয়ায়ী সহযোগিতা করা হবে।

সর্বশেষ খবর