মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

অজ্ঞাত রোগে আক্রান্ত শতাধিক শিক্ষার্থী

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ধনাগোদা-তালতলী উচ্চ বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অজ্ঞাত রোগে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৪১ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। তিনজনকে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেলে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শংকর কুমার সাহা বলেন, ‘রোগ চিহ্নিত করা যায়নি। তবে এটি গণমনস্তাতিক রোগ (একজনের দেখাদেখি আরেকজন আক্রান্ত হওয়া) বলে ধারণা করা হাচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুকুল ইসলাম জানান, জাতীয় সংগীত পরিবেশনের সময় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাত্ক্ষণিক তাকে শ্রেণিকক্ষে নেওয়া হয়। পরে ক্লাস চলাকালে আরো দুজন অসুস্থ হন। এরপর পর্যায়ক্রমে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে বিষয়টি ইউএনওকে জানিয়ে স্কুল ছুটি দিয়ে দেই। ছুটির পর কেউ বাড়ি যাওয়ার পথে আবার কেউ বা বাড়িতে যাওয়ার পরও অসুস্থ হয়।

সর্বশেষ খবর