মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা
সেমিনারে বক্তারা

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ যোগ্য

দিনাজপুর প্রতিনিধি

‘এক জরিপ অনুযায়ী বাংলাদেশে প্রতিবছর ১১ হাজার ৯৫৬ নারীর জরায়ুমুখ ক্যান্সার শনাক্ত হয় এবং মারা যান ছয় হাজার ৫৮২ জনেরও বেশি। তবে আশার কথা হলো, এ রোগ প্রতিরোধযোগ্য। ভায়া পরীক্ষার মাধ্যমে প্রাথমিক অবস্থায় এটি শনাক্ত করা সম্ভব।’ দিনাজপুরের বীরগঞ্জে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে জনসচেতনতামূলক সায়েন্টিফিক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে এ তথ্য জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আফরোজ সুলতানা নুলা। বীরগঞ্জের এক হোটেলে গতকাল এ সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. জাহাঙ্গীর কবির। আফরোজ সুলতানা নুলা জানান, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের জন্য রয়েছে টিকা বা ভ্যাকসিন। ১৬-২৫ বছর বয়সী যে কোন নারী অথবা যৌন জীবন শুরুর আগে (বিয়ে) যে কেউ এই টিকা নিতে পারেন।

সর্বশেষ খবর