মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

১৫ জেএমবি সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে ২০০৫ সালের ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা মামলার ১৬ আসামির ১৫ জনকে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বিশেষ ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ রত্মশ্বের ভট্টাচার্য গতকাল এ রায় দেন। এছাড়া আরেকটি ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় প্রত্যেককে ১০ বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। জেএমবি সদস্যদের রায় ঘিরে আদালত প্রাঙ্গণে মোতায়ন ছিল বাড়তি পুলিশ। প্রসঙ্গত, ২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশের মতো খাগড়াছড়ির আদালত প্রাঙ্গণ, এডিএম কোর্ট প্রাঙ্গণ ও শাপলা চত্বরের মুক্তমঞ্চে একযোগে বোমা হামলা করে নিষিদ্ধ ঘোষিত জেএমবি।

সর্বশেষ খবর