মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

শ্রীমঙ্গলে পরীক্ষা গ্রহণে অব্যবস্থাপনা!

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা গ্রহণে অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। পরিস্থিতির উত্তরণে শ্রীমঙ্গল সরকারি কলেজ অধ্যক্ষ সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর দুই দফা চিঠি দিলেও কাজ হয়নি।

জানা যায়, এ উপজেলায় আগে একটি কেন্দ্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হতো। ২০১৩ সালে দ্বারিকা পাল মহিলা কলেজকে এইচএসসির কেন্দ্র স্থাপনের অনুমতি দেয় সিলেট শিক্ষা বোর্ড। শিক্ষা মন্ত্রণালয়ের বিধি অনুযায়ী পাবলিক পরীক্ষায় একই উপজেলায় দুটি কেন্দ্র থাকলে পরস্পরের পরীক্ষার্থীদের অদল-বদল করে পরীক্ষা পরিচালনা করতে হয়। কিন্তু দ্বারিকা পাল মহিলা কলেজকে কেন্দ্র স্থাপনের অনুমতিপত্রে স্ব স্ব কলেজের শিক্ষার্থীদের ওই কেন্দ্রে রেখেই পরীক্ষা নিতে বলা হয়েছে। সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আব্দুল কুদ্দুস বলেন, ‘আমি নতুন এসেছি। আগামী বছর এটি ঠিক করে দেব।’

সর্বশেষ খবর