মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

দখলে ব্যর্থ হয়ে হাসপাতাল ভাঙচুর

নাটোর প্রতিনিধি

নাটোরে যুবলীগ নেতা ও তার সঙ্গীদের বিরুদ্ধে ইউনিয়ন সরকারি পশু হাসপাতাল (কৃত্রিম প্রজনন কেন্দ্র) দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় স্থানীয়দের বাধায় উদ্দেশ্য ব্যর্থ হলে ভাঙচুর চালায় তারা। নাটোর সদর উপজেলার বড় হরিশপুর ইউনিয়নের শংকর ভাগ এলাকায় গতকাল এ ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নাটোর প্রাণী সম্পদ অফিসের কর্মকর্তা মজিবুর রহমান জানান, বড় হরিশপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি শরিফুল ইসলাম তার কার্যালয় বানাতে সমর্থকদের নিয়ে স্থানীয় পশু হাসপাতাল দখল করতে যান। তারা হাসপাতালের প্রজনন কর্মী আবদুল আজিজকে বের করে দেন। খবর পেয়ে ইউপি সদস্য জুলফিকার আলী এলাকাবাসীকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। দখলে ব্যর্থ হয়ে হাসপাতালে ভাঙচুর করে প্রতিরোধকারীদের হুমকি দিয়ে চলে যায় তারা।

অভিযুক্ত শফিকুল ইসলাম বলেন, ‘ভাঙচুর ও দখলের বিষয়টি সঠিক না। শংকর ভাগ হাটটি ইজারা পাওয়ার পর সেখানে তাদের কার্যক্রম চালানোর সুবিধার্থে প্রায় পরিত্যক্ত সরকারি ওই ঘরটি সংস্কার করা হচ্ছিল। কিছু লোক রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে এমন অপপ্রচার চালাচ্ছেন।’

সর্বশেষ খবর