মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

এক পলক

‘এরশাদের হাতে রক্তের দাগ নেই’

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোট (ইউএনএ)-এর অন্যতম শরিক দল বিএনএ’র মুখপাত্র শেখ মোস্তাফিজুর রহমান বলেছেন, পল্লীবন্ধু এরশাদের হাতে রক্তের দাগ নেই। তিনি বলেন, জাতীয় পার্টির শাসনামলে মানুষ শান্তিতে বসবাস করেছে। দুটি দলের শাসনামলের সঙ্গে তুলনা করে দেশবাসী আবারো ইউএনএ’র নেতৃত্বে সরকার গঠনে প্রতীক্ষার প্রহর গুনছে। রবিবার মোংলা পৌরসভার ডাক শ্রমিক মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাগেরহাট-৩ রামপাল-মোংলা আসনের প্রাক উপ-নির্বাচনী সভায় বিএনএ সভাপতি সেকেন্দার আলী মনির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জাপা নেতা মাসুম হাসান চৌধুরীর সভাপতিত্বে আরো বক্তৃতা করেন চৌধুরী এরশাদুজ্জামান সেলিম, দিদারুল আলম বিজয়, মালেকা ছোবাহান, খলিফা আব্দুস সালাম, মো. আশরাফ হোসেন, মো.  ওমর, ফারুক, মো. জাহাঙ্গীর হোসেন, আজিজুর রহমান ফকির, ফিরোজ সিকদার প্রমুখ। —বাগেরহাট প্রতিনিধি

হত্যা মামলায় যাবজ্জীবন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় গৃহবধূ হত্যার দায়ে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এসএম জিল্লুর রহমান গতকাল এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হল— মঠবাড়িয়া উপজেলার হোতাখালী গ্রামের বাবুল হোসেনের ছেলে আল-আমিন ও জাহাঙ্গীর মৃধার মেয়ে মুকুল আক্তার।

—পিরোজপুর প্রতিনিধি

ধান কাটা মেশিন বিতরণ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কৃষি সমপ্রসারণ অধিদফতরের পক্ষ থেকে ৫০ শতাংশ ভর্তুকিতে কৃষকদের মধ্যে ধান কাটার মেশিন বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গতকাল ১৫ জন কৃষকের মধ্যে এ মেশিন বিতরণ করেন। এ মাজাহারুল আলম পান্না, গোলাম কিবরিয়া দাড়িয়া, শেখ আয়নাল হোসেন, রথীন্দ্রনাথ বিশ্বাস উপস্থিত ছিলেন।

—গোপালগঞ্জ প্রতিনিধি

ফায়ার স্টেশন দাবি

চাঁদপুরের ফরিদগঞ্জের প্রায় ছয় লাখ বাসিন্দা ও সদরের কয়েক হাজার ব্যবসায়ীর নিরাপত্তার জন্য উপজেলায় ফায়ার স্টেশন স্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ। উপজেলা পরিষদের সামনের সড়কে মানববন্ধন চলাকালে বক্তারা দ্রুত ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনের দাবি জানান। এ সময় উপস্থিত মাহফুজুল হক, জাহিদুল ইসলাম রোমান, মশিউর রহমান মিঠু, সাইফুল ইসলাম রিপন প্রমুখ।

—চাঁদপুর প্রতিনিধি

বিষ ঢেলে মাছ নিধন

হোসেনপুরে এক খামারীর পুকুরে বিষ ঢেলে মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত খামারি এ বিষয়ে হোসেনপুর থানায় অভিযোগ করেছেন। ভুক্তভোগী উপজেলার ডাকুরিয়া গ্রামের নাজমূল হাসান জানান, গত শনিবার গভীর রাতে দুর্বৃত্তরা তাঁর ৭৫ শতক পুকুরে বিষ প্রয়োগ করে। পরদিন সকালে সব মাছ মরে ভেসে উঠে। এতে তার প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে উল্লেখ করে হোসেনপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। —হোসেনপুর প্রতিনিধি

অগ্নিকাণ্ড

ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার ভাঙ্গা বাজারে রবিবার রাতে অগ্নিকাণ্ডে দুটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। ক্ষতিগ্রস্ত ও এলাকাবাসী জানায়, রবিবার রাত সোয়া ৯ টায় ভাঙ্গা বাজারের ভূইয়া হার্ডওয়ার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

—ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

সিপিবির সভা পণ্ড

সন্ত্রাসী হামলায় ময়মনসিংহের ফুলপুরে সিপিবির ফুলপুর শাখার সভাপতি কমরেড আনোয়ার হোসেনের ছেলে শোয়েব আহমেদের  হাত-পা ভেঙে দেওয়ার প্রতিবাদে ভাষা সৈনিক এম শামছুল হক চত্বরে ডাকা সোমবারের প্রতিবাদ সভা পণ্ড হয়ে গেছে। উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মাইন উদ্দিন জানান, গত ১৬ এপ্রিল দুর্বৃত্তরা আমাদের সভাপতির ছেলের হাত-পা ভেঙে দিয়েছে। সে ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন। এর প্রতিবাদে সভা আহ্বান করলে একই স্থানে একই সময়ে আরেকটি সভা ডাকা হয়।

ফুলপুর পৌর ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল নোমান বলেন, পৌর ছাত্র লীগের নামে কে বা কারা পাল্টা সমাবেশ ডেকেছে তা আমার জানা নেই।

—ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর