মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

শ্রীপুরে শ্রমিক অসন্তোষ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

শ্রীপুর পৌর শহরের দক্ষিণ ভাংনাহাটী এলাকার ইউনিল্যান্স টেক্সটাইল কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। তিন মাসের বকেয়া বেতন, দুই মাসের ওভারটাইম পরিশোধের দাবিতে গতকাল সকাল ৯টা থেকে কারখানার সব বিভাগে উৎপাদন বন্ধ রেখে বিক্ষোভ করেন শ্রমিকরা। কারখানার সদ্য যোগদানকারী কস্টিং শাখার ব্যবস্থাপক মেরাজুল ইসলামের কারণে নানামুখী সংকটের সৃষ্টি হচ্ছে বলেও দাবি শ্রমিকদের। তারা জানান, বকেয়া বেতন-ভাতা ছাড়াও জোর করে ছাড়পত্রে স্বাক্ষর নেওয়া, সার্ভিসিং বেনিফিট না দেওয়া, পে স্লিপ অনুযায়ী বেতন ভাতা না পাওয়া, বেতন থেকে টাকা কেটে রাখা, হিসাব তালিকায় উৎপাদিত পণ্যের সংখ্যা কম লেখাসহ নানা কারণে এ অসন্তোষের সৃষ্টি। কারখানার ভাইস প্রেসিডেন্ট সোহেল রানা বলেন, ব্যাংক হিসাবে কর্তৃপক্ষের টাকা রয়েছে। ব্যাংকের সিগনাল পেয়ে শ্রমিকদের একাধিকবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু টাকা না পাওয়ায় পরিশোধ করা সম্ভব হয়নি। ব্যাংক থেকে টাকা ছাড় হলে শ্রমিকদের বকেয়া পরিশোধ করা হবে।  শ্রমিকদের অন্য অভিযোগ অস্বীকার করেন তিনি।

সর্বশেষ খবর