রবিবার, ২৯ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

‘লিগ্যাল এইডের সুফল পাচ্ছে সারা দেশ’

প্রতিদিন ডেস্ক

‘উন্নয়ন আর আইনের শাসনে এগিয়ে চলছে দেশ, লিগ্যাল এইডের সুফল পাচ্ছে সারা বাংলাদেশ’ এ প্রতিপাদ্য সামনে রেখে গতকাল সারা দেশে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা প্রদান দিবস। প্রতিনিধিদের পাঠানো খবর— মুন্সীগঞ্জ : র‌্যালিতে নেতৃত্ব দেন খোন্দকার হাসান মো. ফিরোজ। অংশ নেন মোস্তাফিজুর রহমান, ডা. সুমন ভৌমিক, ফারুখ হোসেন প্রমুখ। বক্তারা বলেন, লিগ্যাল এইড সম্পর্কে জেলার প্রতিটি মানুষকে সচেতন করে দরিদ্র ও আইনি সেবাবঞ্চিতদের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে। গাজীপুর : সকালে শোভাযাত্রা ও জজকোর্ট চত্বরে আলোচনা সভা হয়। সভায় সভাপতিত্ব করেন আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক। বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফজলে এলাহী ভূইয়া প্রমুখ। জেলা জজ তার বক্তব্যে বলেন, আইনগত সহায়তা দিবসের মূল লক্ষ্য প্রচার। আগে গাজীপুরে লিগ্যাল এইডের অবস্থা স্থবির ছিল। এখন অসহায় মানুষ সেবা পাচ্ছে। মানিকগঞ্জ : শোভাযাত্র শহর প্রদক্ষিণ শেষে জজ কোর্ট প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। র‌্যালিতে অংশ নেন মিজানুর রহমান খান, নাজমুছ সাদাত সেলিম, রিফাত রহমান শামীম, আবদুল মজিদ ফটো, গাজী কামরুল হুদা সেলিম। লক্ষ্মীপুর : র‌্যালি শেষে আদালত প্রাঙ্গণে আলোচনাসভা ও আইনগত সহায়তা মেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বেসমারিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী একেএম শাহজহান কামাল। একেএম আবুল কাশেমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, মোহাম্মদ আবদুল্যাহ আল মামুন, মোহাম্মদ নোমান, অঞ্জন চন্দ্র পাল প্রমুখ। কুমিল্লা : বেগম জেসমিন আরার নেতৃত্বে জজকোর্ট প্রাঙ্গণ হতে র‌্যালি বের হয়ে নগরীর কান্দিরপাড় টাউন হল মাঠে এসে শেষ হয়। সেখানে আলোচনাসভা বক্তব্য রাখেন আজিজ আহম্মেদ ভূঞা, এবিএম জহিরুল গণি চৌধুরী, হেমায়েত উদ্দিন। খাগড়াছড়ি : আদালত প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রদক্ষিণ করে। র‌্যালিতে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, কংজরী চৌধুরী, রাশেদুল ইসলাম অংশ নেন। পরে অফিসার্স ক্লাবে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ : জজ আদালত ভবনের সামনে থেকে বের হওয়া র‌্যালিতে নেতৃত্ব দেন লিয়াকত আলী মোল্লা। র‌্যালি শেষে আদালত ভবনের সম্মেলন কক্ষে রক্তদান কর্মসূচি পালন করা হয়। পরে আইনজীবী সমিতি ভবনে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মাহমুদুল হাসান, জিয়াউর রহমান, আবদুস সালাম। বরগুনা : র‌্যালি শহর প্রদক্ষিণ শেষে আদালত চত্বরে এসে শেষ হয়। পরে আইন সহায়তা নিয়ে জেলা ও উপজেলা পর‌্যায়ে চালানো হয় প্রচারণা। এছাড়া আলোচনাসভায় এইএম ইসমাইল হোসেনের সভাপতিত্বে বক্তৃতা করেন মোখলেছুর রহমান, বিজয় বসাক, অ্যাডভোকেট আবদুর রহমান নান্টু প্রমুখ। লালমনিরহাট : জেলা জজ আদালত চত্বর থেকে র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ মিলনায়তনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বজলুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট মতিয়ার রহমান। সাতক্ষীরা : র‌্যালি শেষে নতুন জজকোর্ট চত্বরে আলোচনাসভায় সাদিকুল ইসলামের বক্তব্য রাখেন সাজ্জাদুর রহমান, আশরাফুল ইসলাম, অরুণাভ চক্রবর্তী। আলোচনা শেষে রক্তদান কর্মসূচি ও জনসচেতনতামূলক নাটক অনুষ্ঠিত হয়।

সর্বশেষ খবর