রবিবার, ২৯ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা
পুলিশের সঙ্গে সংঘর্ষ

৭০০ শ্রমিকের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১০

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের নছরতপুরে সিএনজি অটোরিকশা শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। শায়েস্তাগঞ্জ থানার এসআই আব্দুল ওয়াদুদ মামলাটি করেন। হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম গতকাল জানান, পুলিশ-শ্রমিক সংঘর্ষের মামলায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে সদর থানা পুলিশ ২৩ সিএনজিচালিত অটোরিকশা জব্দ করেছে।  শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি জসিম উদ্দিন জানান, ঢাকা-সিলেট মহাসড়কে অটোরিবশা চলাচল করলে বৃহস্পতিবার পাঁচটি গাড়ি জব্দ করে পুলিশ। পরে অটোশ্রমিক ও মালিকদের পক্ষ থেকে সিএনজিগুলো ছেড়ে দেওয়ার জন্য দাবি করা হয়। পুলিশ ছেড়ে না দেওয়ায় শুক্রবার সকালে শ্রমিকরা নছরতপুর মোড়ে মহাসড়কে অবরোধ করেন। এ সময় পুলিশ বাধা দিলে শ্রমিকরা পুলিশের ওপর হামলা করে।

উল্লেখ্য, হবিগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকা-সিলেটে মহাসড়কে সিএনজি চলাচল করলে বন্ধ রাখার নির্দেশ দেয় পুলিশ। এর প্রতিবাদে শুক্রবার অটোরিকশা শ্রমিকরা ব্যানার-ফেস্টুন নিয়ে মহাসড়কে আন্দোলনে নামে। পুলিশ তাদের সরিয়ে দিতে চাইলে দুই পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে ১৫ পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক লোক আহত হন।

সর্বশেষ খবর